লকডাউনে বউকে কীভাবে খুশি রাখবেন, টিপস দিলেন বলি হাঙ্ক শাহিদ কাপুর
সারা দেশ জুড়ে করোনা আতঙ্কে নাজেহাল বিশ্ববাসী। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। এই করোনা আতঙ্ক এখন ছড়িয়ে পড়েছে সর্বত্র। মুহূর্তের মধ্যে একজনের থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ইতিমধ্যেই মৃতের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে। যার জেরে বন্ধ হয়েছে একাধিক সিনেমাহল। তবে শুধু সিনেমাহলই নয়, ধারাবাহিক থেকে ছবি মুক্তি একে একে সবই পিছিয়ে যাচ্ছে। বাতিল হয়েছে বেশ কিছু সিনেমার শ্যুটিং। সারা বিশ্বে লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। এই লকডাউন চলাকালীন সকলেই ঘরবন্দি। ইতিমধ্যেই বিশ্বের বহু প্রান্তের মানুষ স্বেচ্ছায় আইসোলেশনে যাচ্ছেন। করোনা থেকে নিজেকে আটকাতে আপাতত সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং একা থাকাই সবথেকে বেস্ট অপশন। সেলফ কোয়ারেন্টাইনে কেমন কাটছে সেলেবদের দিন তা প্রতিনিয়তই পোস্ট করছেন সেলেবরা। ঠিক তেমনই নিজের কোয়ারেন্টাইনের বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন বলি অভিনেতা শাহিদ কাপুর। লকডাউনে ঘরে বসে কীভাবে সময় কাটাবেন, রইল শাহিদের টিপস।
110

সারা বিশ্বে লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। করোনা থেকে নিজেকে আটকাতে আপাতত সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং একা থাকাই সবথেকে বেস্ট অপশন।
210
সেলফ কোয়ারেন্টাইনে কেমন কাটছে সেলেবদের দিন তা প্রতিনিয়তই পোস্ট করছেন সেলেবরা।
310
ঠিক তেমনই নিজের কোয়ারেন্টাইনের বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন বলি অভিনেতা শাহিদ কাপুর।
410
কেমন কাটছে অভিনেতার দিন, অবসর সময়ে কী-ই বা করছেন, সেই উত্তরই দিলেন অভিনেতা।
510
ভক্তের টুইটের উত্তরে শাহিদ জানিয়েছেন, তিনি কীভাবে এই কোয়ারেন্টাইনে রয়েছেন
610
লকডাউনের সময় নিজের বউকে খুশি রাখবেন কীভাবে জানালেন অভিনেতা।
710
অভিনেতা শাহিদ জানিয়েছেন, আদরের সঙ্গে বউয়ের সেবা করো। কারণ বস সবসময়েই বস।
810
তার এই খবর প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনদের সকলেই শাহিদের তারিফ করছেন।
910
কেউ কেউ আবার এই মন্তব্যও করেছেন মীরা রাজপুতও শুনলে ভীষণ খুশি হবেন।
1010
লকডাউনে ঘরে বসে কীভাবে সময় কাটাবেন, এই সমস্যার সহজ উপায় বললেন শাহিদ। আর দেরি নয়, মেনে চলুন সেই টিপস।
Latest Videos