লকডাউনে বউকে কীভাবে খুশি রাখবেন, টিপস দিলেন বলি হাঙ্ক শাহিদ কাপুর
| Published : Mar 26 2020, 05:13 PM IST
লকডাউনে বউকে কীভাবে খুশি রাখবেন, টিপস দিলেন বলি হাঙ্ক শাহিদ কাপুর
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
সারা বিশ্বে লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। করোনা থেকে নিজেকে আটকাতে আপাতত সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং একা থাকাই সবথেকে বেস্ট অপশন।
210
সেলফ কোয়ারেন্টাইনে কেমন কাটছে সেলেবদের দিন তা প্রতিনিয়তই পোস্ট করছেন সেলেবরা।
310
ঠিক তেমনই নিজের কোয়ারেন্টাইনের বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন বলি অভিনেতা শাহিদ কাপুর।
410
কেমন কাটছে অভিনেতার দিন, অবসর সময়ে কী-ই বা করছেন, সেই উত্তরই দিলেন অভিনেতা।
510
ভক্তের টুইটের উত্তরে শাহিদ জানিয়েছেন, তিনি কীভাবে এই কোয়ারেন্টাইনে রয়েছেন
610
লকডাউনের সময় নিজের বউকে খুশি রাখবেন কীভাবে জানালেন অভিনেতা।
710
অভিনেতা শাহিদ জানিয়েছেন, আদরের সঙ্গে বউয়ের সেবা করো। কারণ বস সবসময়েই বস।
810
তার এই খবর প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনদের সকলেই শাহিদের তারিফ করছেন।
910
কেউ কেউ আবার এই মন্তব্যও করেছেন মীরা রাজপুতও শুনলে ভীষণ খুশি হবেন।
1010
লকডাউনে ঘরে বসে কীভাবে সময় কাটাবেন, এই সমস্যার সহজ উপায় বললেন শাহিদ। আর দেরি নয়, মেনে চলুন সেই টিপস।