- Home
- Entertainment
- Bollywood
- প্লাস্টিক সার্জারি থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট, নায়িকাদের থেকে এগিয়ে বলিউড হিরোরা
প্লাস্টিক সার্জারি থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট, নায়িকাদের থেকে এগিয়ে বলিউড হিরোরা
- FB
- TW
- Linkdin
সলমন খানঃ সলমন খানের যে খুব অল্প বয়স থেকেই চুল পড়া শুরু হয়েছিল সে খুবর নতুন নয়। বেশ কিছু ছবিতে তাঁর টাক স্পষ্ট দেখা গিয়েছে। তাই তিনি বহুবার হেয়ার ট্রান্সপ্লান্টের সহায় হয়েছেন। এমনকি অ্যান্টিএজিং ইনজেকশনও নেন বহুবার।
অমিতাভ বচ্চনঃ অমিতাভ বচ্চনের একটি ছবি এক সময় রীতিমত নেটদুনিয়ায় ভাইরাল হয় যেখানে অমিতাভের চুল পড়ে যাওয়া অবস্থা দেখা গিয়েছে। অর্থাৎ তাঁর এখনকার বাদামি, কাঁচা-পাকা চুল একটি সুন্দর উইগ ছাড়া আর কিছুই না।
অক্ষয় কুমারঃ তরুণ অক্ষয়ের লম্বা মুখে উপর পড়া চুল এক সময় সকলের খুব পছন্দের ছিল। সেই চুল আজ নেই তাই অক্ষয়ও হেয়ার ট্রান্সপ্লান্টের সাহায্য নিয়েছেন নিজের বয়স খানিকটা ধরে রাখতে।
শাহরুখ খানঃ শাহরুখের চেন স্মোকিংয়ের কারণে তাঁর মুখে অত্যাধিক বয়সের ছাপ পড়েছে। তার থেকে বাঁচতেই অ্যান্টি এজিং ফিলার্সের ব্যবহার করেছেন।
আমির খানঃ আমির খানকে আজকাল প্রত্যেক ছবিতেই বেশ কমবয়সী লাগে। অন্তত তাঁর যা বয়স, তার থেকে অনেকটাই কম লাগে। তিনিও হেয়ার ট্রান্সপ্লান্টের পাশাপাশি বহুবার বয়স কমানোর সার্জিকাল পদ্ধতি বেছে নিয়েছেন।
শাহিদ কাপুরঃ সূত্রের খবর অনুযায়ী, শাহিদ নিজের নাকের সার্জারি করিয়েছেন কেরিয়ার শুরুর সময় ব্যাঁকা নাকের সার্জারি করিয়েছিলেন একজন প্রযোজকের কথায়।
অক্ষয় খান্নাঃ অক্ষয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট তাঁর ছবিগুলি থেকেই প্রমাণ পাওয়া যায়। তিনি একাধিকবার মাথায় চুল গজিয়েছেন প্লাস্টির সার্জেনের সহায় হন।
বিবেক ওবেরয়ঃ বিবেক ওবেরয়েরও আর পাঁচজন অভিনেতাদের মত একই অবস্থা। তিনি নিজের কেরিয়ারের শুরুর দিকে নয়, বেশ পরের দিকে তিনি হেয়ার ট্রান্সপ্লান্ট কারন যা চোখ পড়ে ভক্তদের।
কপিল শর্মাঃ কপিল শর্মা যে সময় একেবারেই জনপ্রিয় ছিলেন না। কমেডি অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে আসতেন, সেই সময়ের কপিল এবং এখনকার কপিলের কোনও মিলই নেই। স্কিন লাইটেনিং, হেয়ার ট্রান্সপ্লান্ট তাঁকে পুরোপুরি বদলে দিয়েছে।
সইফ আলি খানঃ সইফ আলি খান এখন নিজের লুকস নিয়ে তেমন চিন্তিত না হলেও এক সময় নিজের হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে চর্চায় ছিলেন। কল হো না হো, সালাম নমস্তের শ্যুটিংয়ের সময় তিনি বহুবার হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন বলে জানা গিয়েছে।