- Home
- Entertainment
- Bollywood
- শরীরী খেলায় মত্ত 'সেক্সবম্ব' মালাইকা, নিজেকে ওলটপালট করে নেটিজেনদের চমকে দিলেন ফ্যাশনিস্তা
শরীরী খেলায় মত্ত 'সেক্সবম্ব' মালাইকা, নিজেকে ওলটপালট করে নেটিজেনদের চমকে দিলেন ফ্যাশনিস্তা
- FB
- TW
- Linkdin
বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা যেন প্রতিনিয়তই ফ্যাশনে ঝড় তুলছেন। সে স্তনযুগল উন্মুক্ত করেই হোক কিংবা অনাবৃত উরু দেখিয়ে আবার কখনও নিতম্ব বার করে, ফ্যাশন স্টেটমেন্ট রীতিমতো ঝড় তুলছেন মালাইকা।
নেটদুনিয়া ফের উত্তাল হয়েছে বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরাকে নিয়ে। সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে জনপ্রিয় এই অভিনেত্রী।
৪৭-এ এসেও শরীরী খেলায় মত্ত মালাইকা। নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে চমকে দিয়েছেন নেটিজেনদের।
সর্বাঙ্গাসন করে নেটিজেনদের চমকে দিলেন মালাইকা। কেবল মাথা ও ঘাড়ের উপর ভর করে উপরের দিকে রয়েছে গোটা শরীর। শরীরের নমনীয়তা দেখেই মুগ্ধ ভক্তরা।
সর্বাঙ্গাসনের ছবি পোস্ট করেই ক্ষান্ত হননি বরং অনুরাগীদের প্রতিটি ধাপও শেয়ার করেছেন মালাইকা।
বর্তমানে জিমে না গিয়ে বাড়িতে বসেই এই যোগা যাতে সকলেই করতে পারে, সেই কারণেই স্টেপ বাই স্টেপ সকলের সঙ্গে শেয়ার করেছেন।
আসনের উপকারিতার কথা জানাতেও ভোলেননি মালাইকা। হ্যাশট্যাগে লেখা 'মালাইকাস মুভ অব দ্য উইক'।
মেক আপ থেকে পোশাক, বিবাহ বিচ্ছেদ থেকে প্রেম, জিম থেকে যোগা, সবেতেই লাইমলাইটে থাকেন মালাইকা আরোরা।
বর্তমানে অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। কবে সাতপাকে বাঁধা এই খবরে টিনসেল টাউন সরগরম থাকলে তারা সেভাবে এখনও মুখ খোলেন নি।