- Home
- Entertainment
- Bollywood
- গাড়িতে ধাক্কা মেরে চেপে দেওয়া থেকে অশালীন ছোঁয়া, ভক্তদের হাতে বলি-নায়িকাদের হেনস্তার ছবি ভাইরাল
গাড়িতে ধাক্কা মেরে চেপে দেওয়া থেকে অশালীন ছোঁয়া, ভক্তদের হাতে বলি-নায়িকাদের হেনস্তার ছবি ভাইরাল
- FB
- TW
- Linkdin
তাতেই ঘটে বিপদ। ভক্তদের ভালবাসা এবং সাধারণ মানুষের কৌতূহলের জেরে হেনস্তা হতে হয়েছে বহু অভিনেতা অভিনেত্রীদের। সেই তালিকায় রয়েছে সুস্মিতা সেন, করিনা কাপুর, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাডুকোন, সোনম কাপুর, সোনাক্ষী সিনহা সহ অনেকেরই নাম। হেনস্তা হওয়ার সেই ছবিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
সুস্মিতা সেনঃ পুনাতে গিয়েছিলেন এক অনুষ্ঠানে উপস্থিত থাকতে। অনুষ্ঠান শেষ হতেই নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন প্রাক্তন মিস ইউনিভার্স। সেই সময় তাঁর দেহরক্ষীদের সজোরে সড়িয়ে গাড়ির দিকে ঠেলে প্রায় চেপে দেওয়া হয় সুস্মিতাকে। ভক্তদের এই উন্মাদনা সেদিন ভাল-মন্দ কিছু হয়ে যেতে পারত অভিনেত্রীর সঙ্গে।
দীপিকা পাডুকোনঃ দিওয়ালির আগে একটি পত্রিকার বিশেষ এডিশনের উন্মোচনের অনুষ্ঠানে গিয়েছিলেন দীপিকা। গাড়িতে ওঠার সময় তাঁকে বহু ভক্তরা অশালীনভাবে ছোঁয়ার চেষ্টা করে এবং গাড়িতে ওঠার রাস্তা বন্ধ করে দেয়। দেহরক্ষীদের অস্বাভাবিক প্রচেষ্টায় কোনওভাবে বাড়ি ফিরেছিলেন দীপিকা।
ক্যাটরিনা কাইফঃ তিস মার খান ছবির প্রচারের সময় সাংঘাতির ভিড় জমিয়ে তাঁর উপর প্রায় ঝাঁপিয়ে পড়েছিল ভক্তকূল। অক্ষয় না থাকলে অভিনেত্রীর যে কী অবস্থা হত তা এই ছবি দেখে বোঝা যাচ্ছে। তাঁকে ছোঁয়ার চেষ্টা করতেই অক্ষয় তাঁকে চেপে ধরে কোনওভাবে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসেন।
সোনম কাপুরঃ রাঞ্ঝনা ছবির প্রচারে ভক্তরা সোনমের কাছে আসার চেষ্টা করে সোনমের। সহ অভিনেতা ধনূষ তাঁর সঙ্গে থাকায় কোনওক্রমে বেঁচে গিয়েছিলেন সোনম। দেহরক্ষীদের সংখ্যার তুলনায় ভক্তদের সংখ্যা বেড়ে যেতেই এমন বিপদের মুখে পড়তে হয়েছিল সোনমকে।
সোনাক্ষী সিনহাঃ আজমের দরগাহে অক্ষয় কুমারের সঙ্গে গিয়েছিলেন সোনাক্ষী। ওয়ান্স আপঅন আ টাইম ইন মুম্বই ছবির সাফল্যের জন্য পুজো দিতে। সেখানে ঘটে বিপদ। অভিনেত্রীকে অশালীনভাবে ছোঁয়ার প্রচেষ্টা করতেই অক্ষয় তাঁকে পিছন থেকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে বের করে আনেন।
করিনা কাপুরঃ বজরঙ্গী ভাইজান ছবির এক অনুষ্ঠানে করিনার সঙ্গে ঘটেছিল বিপজ্জনক ঘটনা। তাঁর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। তাঁকে এক ঝলক দেখার জন্য মানুষজন এমন ঠেলাঠেলি শুরু করেছিল যে তাঁকে প্রায় একাধিক দেহরক্ষীর সাহায্যে নিজের গাড়ি অবধি যেতে হয়।
নার্গিস ফাকরিঃ অজহর ছবির সেট থেকে বেরবার সময় ভক্তদের ভিড়ের মাঝে পড়ে যান অভিনেত্রী। তাঁর ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায় সেখানে। এক পুরুষ ভক্ত বারবার নার্গিসের কাছে এসে ছবি তোলার চেষ্টা করে। যাতে নার্গিস অপ্রস্তুত হয়ে পড়ে তাঁকে বারণ করতে থাকে। সেই ব্যক্তি না শুনতে পরে ছবিতে তাঁর সহ অভিনেতা ইমরান হাশমিকে এসে সামলাতে হয় সেই পরিস্থিতি।