- Home
- Entertainment
- Bollywood
- সম্পর্কের মাঝে বয়স যেখানে বাধা নয়, সমাজের চোখ রাঙানিকে তোয়াক্কা না করেই মন দিয়েছেন যে তারকারা
সম্পর্কের মাঝে বয়স যেখানে বাধা নয়, সমাজের চোখ রাঙানিকে তোয়াক্কা না করেই মন দিয়েছেন যে তারকারা
- FB
- TW
- Linkdin
অভিষেক-ঐশ্বর্যঃ অভিষেকের বয়স ছিল ৩২, তখন ঐশ্বর্যের বয়স ছিল ৩৪। তবে সম্পর্কে তা কখনও প্রভাব ফেলেনি।
সইফ-অমৃতা- অমৃতা ছিলেন ৩৫ বছরের। তখন সইফ আলি খানের বয়স ছিল ২১।
করণ-বিপাশাঃ বিপাশা যখন ৩৮ বছরের ছিলেন তখন করণের বয়স ছিল ৩৩। একে অন্যের থেকে তাঁরা পাঁচ বছরের বড় ছিলেন।
নিক-প্রিয়ঙ্কাঃ নিকের থেকে প্রিয়ঙ্কা দশ বছরের বড়। তাঁর বয়স ছিল ৩৬ যখন নিকের বয়স ছিল মাত্র ২৬ বছর।
অর্জুন-মেহেরঃ অর্জুন রামপাল তাঁর দীর্ঘদিনের প্রেমিকা মেহেরকে বিয়ে করেছিলেন। তাঁদের মধ্যে বয়সের ব্যবধান ছিল ৬ বছরের। তবে ২০১৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।
ನರ್ಗಿಸ್ ಮತ್ತು ಸುನಿಲ್ ದತ್: ಲೆಜೆಂಡ್ ನಟರು ತಮ್ಮ ಸೂಪರ್ ಹಿಟ್ ಸಿನಿಮಾ ಮದರ್ ಇಂಡಿಯಾದ ಚಿತ್ರೀಕರಣದ ಸಮಯದಲ್ಲಿ ಮದುವೆಯಾದರು. ಚಿತ್ರದ ದೃಶ್ಯದಂತೆ ಸೆಟ್ನಲ್ಲಿ ಸುನೀಲ್ ದತ್ ನರ್ಗಿಸ್ನನ್ನು ಬೆಂಕಿಯ ಅಪಘಾತದಿಂದ ರಕ್ಷಿಸಿ ಅವರ ಹೃದಯವನ್ನು ಗೆದ್ದರು.
কুনাল-সোহাঃ কুনালের থেকে সোহা পাঁচ বছরের বড়। তাঁরা বিয়ে করেন ২০১৫ সালে। একটা মেয়েও আছে তাঁদের।
ধনুষ-ঐশ্বর্যঃ রজনীকান্তের মেয়েকে বিয়ে করেন ধনুষ। তেরো বছর তাঁদের বিয়ে হয়েছে। ঐশ্বর্য ধনুষের থেকে দু বছরের বড়।
ফারহান-আধুনাঃ ফারহানের থেকে আধুনা বড় ছিল ছয় বছরের। কিন্তু ১৫ বছর পর সেই সম্পর্ক ভেঙে যায়।