- Home
- Entertainment
- Bollywood
- সুশান্তের মৃত্যুর সঙ্গে গভীরভাবে জড়িয়ে এই ব্যক্তি, সিবিআই-র গেস্টহাউজে চলল জিজ্ঞাসাবাদ
সুশান্তের মৃত্যুর সঙ্গে গভীরভাবে জড়িয়ে এই ব্যক্তি, সিবিআই-র গেস্টহাউজে চলল জিজ্ঞাসাবাদ
- FB
- TW
- Linkdin
সম্প্রতি রিয়া এবং মহেশ ভাটের চ্যাট প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। একদিক দিয়ে জট খুললেও অন্যদিকে জড়িয়ে যাচ্ছে তদন্ত
এবার সিবিআইয়ের জেরার মুখে পড়ল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। যাকে কেবল ধরা গিয়েছে ভিডিওতে। সিবিআই-র টিমের গাড়িতেই আনা হয়েছে তাকে।
টিম যে গেস্টহাউজে থাকছে, সেখানেই নিয়ে যাওয়া হল তাকে। জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদও শুরু করা হয়েছে। এই ব্যক্তি কে বা সুশান্তের সঙ্গে তার কী সম্পর্ক তা জানা যায়নি।
তবে সুশান্তের মৃত্যুর সঙ্গে অবশ্যই এই ব্যক্তি গভীরভাবে জড়িয়ে। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পরই উদঘাটন হবে রহস্যের। জানা যাচ্ছে, রাঁধুনি এবং পরিচারককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে সুশান্তের মৃত্যুর সঙ্গে অবশ্যই এই ব্যক্তি গভীরভাবে জড়িয়ে। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পরই উদঘাটন হবে রহস্যের। জানা যাচ্ছে, রাঁধুনি এবং পরিচারককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বলিউডের গুটিকতক তারকারা সিবিআই তদন্তে নিয়ে সমর্থন জানাতেই দু'ভাগে বিভক্ত হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রি। সুশান্ত বনাম বলিউড এখন স্পষ্ট।
সুশান্তের হয়ে প্রথম থেকে যাঁরা লড়ে চলেছে তাঁদের মধ্যে একজন হলেন রাজ্যসভা সাংসদ সুব্রামণিয়ন স্বামী। সুপ্রিম কোর্টের সিলমোহর পড়ল সিবিআই তদন্তে।
যার পর তিনি নিজের আনন্দ ব্যক্ত করে জানিয়েছেন গুরুত্বপূর্ণ কথা। তাঁর মতে, সুশান্তকে খুন সাংঘাতিকভাবে পরিকল্পিত। কোনও পেশাদার খুনির পক্ষেই এভাবে কাজটি করা সম্ভব।
তিনি জানান, "সরকার বিচার না দিতে পারলেও সুপ্রিম কোর্ট দিয়েছে। প্রথমদিন থেকে আমি সিবিআই তদন্তের কথা বলে এসেছি। সুশান্তের বিরুদ্ধে বিশাল বড় ষড়যন্ত্র করা হয়েছে। যুদ্ধ সবেমাত্র শুরু হয়েছে। এখনও গোটা ময়দানে সকলকে নামতে হবে। যেকেউ এই যুদ্ধক্ষেত্রে নামতে পারে। এতদিন সব আড়ালে ছিল এখন সব জনসমক্ষে হবে।"
তাঁর আরও বক্তব্য, মহারাষ্ট্র সরকারকে ওর জায়গা বুঝিয়ে দিতে হবে। মুম্বই পুলিশ এবং মহারাষ্ট্র সরকার, সবাইকেই কাঠগড়ায় দাঁড় করানোর সময় এসে গিয়েছে।