বলিউড শোকের ছায়া নেমেছে যে তারকাদের প্রয়াণে, বিদায় কালে ফিরে দেখা ২০২০
- FB
- TW
- Linkdin
সুশান্ত সিং রাজপুত- বলিউডে ঝড় তুলেছিল সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু। ১৪ জুন ঝুলন্ত অবস্থায় মেলে অভিনেতার মরদেহ। সারা বছর জুড়ে তেই মৃত্যু তদন্ত দাপিয়ে বেড়ায় বিভিন্ন মহলে।
ইরফান খান- ২৯ এপ্রিল সকলকে কাঁদিয়ে চলে গেলেন ইরফান খান। লেজেন্ড অভিনেতা ভুগছিলেন ক্যান্সারের সমস্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
ঋষি কাপুর- ৩০ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের কিংবদন্তী সুপারস্টার ঋষি কাপুর। তিনিও ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন।
জগদ্বীপ- সরমা ভপোলি চরিত্র সকলের মনে তরতাজা। সেই জগদ্বীপ ৮১ বছর বয়সে ষেশ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮ জুলাই তিনি মৃত্যু বরণ করেন।
কুমকুম- বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। মোটের ওপর একশোটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০২০ সালে মৃত্যুর কোলে ঢোলে পড়েন এই প্রবীণ অভিনেত্রী।
সরোজ খান- নৃত্য জগতের এক উজ্জ্বল নাম সরোজ খান। যাঁর তালে নেচেছে গোটা বলিউড। সেই কিংবন্দন্তী কোরিওগ্রাফারই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৩ জুলাই।
এস.পি বালা সুব্রমনিয়াম- ৪০ হাজারেরও বেশি গান গেয়ে বিনোদন জগতে ঝড় তুলেছিলেন এসপি বালা সুব্রমনিয়াম। করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।