বলিউড শোকের ছায়া নেমেছে যে তারকাদের প্রয়াণে, বিদায় কালে ফিরে দেখা ২০২০
First Published Dec 31, 2020, 12:48 PM IST
২০২০ বছরের পালা শেষ, শেষ দিনে ফিরে দেখা বছরের একাধিক অধ্যায়। যেখানে চোখ রাখলেই সবার আগে একটাই বিষয় নয় কাড়ে মৃত্যু ও আতঙ্ক। করোনার কোপে বছরের চেহারাটাই ঠিল ঠিক এমন। যার পোক থেকে বাদ পড়েনি বিনোদন জগতও। কেউ কোভিডে আক্রান্ত হয়ে জয় লাভ করেন কেউ আবার প্রাণ হারান, কেউ অসুস্থতার কারণে কাঁদিয়ে গিয়েছেন এই বছরেই। বিদায় কালে ফিরে দেখা সেই সকল কিংবদন্তী স্টারেদের, যাঁদের হারিয়ে নিঃস্ব আজ বলিউড।

সুশান্ত সিং রাজপুত- বলিউডে ঝড় তুলেছিল সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু। ১৪ জুন ঝুলন্ত অবস্থায় মেলে অভিনেতার মরদেহ। সারা বছর জুড়ে তেই মৃত্যু তদন্ত দাপিয়ে বেড়ায় বিভিন্ন মহলে।

ইরফান খান- ২৯ এপ্রিল সকলকে কাঁদিয়ে চলে গেলেন ইরফান খান। লেজেন্ড অভিনেতা ভুগছিলেন ক্যান্সারের সমস্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন