বলিউড শোকের ছায়া নেমেছে যে তারকাদের প্রয়াণে, বিদায় কালে ফিরে দেখা ২০২০
২০২০ বছরের পালা শেষ, শেষ দিনে ফিরে দেখা বছরের একাধিক অধ্যায়। যেখানে চোখ রাখলেই সবার আগে একটাই বিষয় নয় কাড়ে মৃত্যু ও আতঙ্ক। করোনার কোপে বছরের চেহারাটাই ঠিল ঠিক এমন। যার পোক থেকে বাদ পড়েনি বিনোদন জগতও। কেউ কোভিডে আক্রান্ত হয়ে জয় লাভ করেন কেউ আবার প্রাণ হারান, কেউ অসুস্থতার কারণে কাঁদিয়ে গিয়েছেন এই বছরেই। বিদায় কালে ফিরে দেখা সেই সকল কিংবদন্তী স্টারেদের, যাঁদের হারিয়ে নিঃস্ব আজ বলিউড।
| Published : Dec 31 2020, 12:48 PM IST
- FB
- TW
- Linkdin
)
সুশান্ত সিং রাজপুত- বলিউডে ঝড় তুলেছিল সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু। ১৪ জুন ঝুলন্ত অবস্থায় মেলে অভিনেতার মরদেহ। সারা বছর জুড়ে তেই মৃত্যু তদন্ত দাপিয়ে বেড়ায় বিভিন্ন মহলে।
)
ইরফান খান- ২৯ এপ্রিল সকলকে কাঁদিয়ে চলে গেলেন ইরফান খান। লেজেন্ড অভিনেতা ভুগছিলেন ক্যান্সারের সমস্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
)
ঋষি কাপুর- ৩০ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের কিংবদন্তী সুপারস্টার ঋষি কাপুর। তিনিও ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন।
)
জগদ্বীপ- সরমা ভপোলি চরিত্র সকলের মনে তরতাজা। সেই জগদ্বীপ ৮১ বছর বয়সে ষেশ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮ জুলাই তিনি মৃত্যু বরণ করেন।
)
কুমকুম- বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। মোটের ওপর একশোটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০২০ সালে মৃত্যুর কোলে ঢোলে পড়েন এই প্রবীণ অভিনেত্রী।
)
সরোজ খান- নৃত্য জগতের এক উজ্জ্বল নাম সরোজ খান। যাঁর তালে নেচেছে গোটা বলিউড। সেই কিংবন্দন্তী কোরিওগ্রাফারই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৩ জুলাই।
)
এস.পি বালা সুব্রমনিয়াম- ৪০ হাজারেরও বেশি গান গেয়ে বিনোদন জগতে ঝড় তুলেছিলেন এসপি বালা সুব্রমনিয়াম। করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।