- Home
- Entertainment
- Bollywood
- বাবা ও সন্তানের মৃত্যুতে মানসিক রোগীতে পরিণত হয়েছিলেন সেলিনা, কীভাবে ফিরলেন জীবনের আলোয়
বাবা ও সন্তানের মৃত্যুতে মানসিক রোগীতে পরিণত হয়েছিলেন সেলিনা, কীভাবে ফিরলেন জীবনের আলোয়
| Published : Apr 15 2020, 09:30 AM IST
বাবা ও সন্তানের মৃত্যুতে মানসিক রোগীতে পরিণত হয়েছিলেন সেলিনা, কীভাবে ফিরলেন জীবনের আলোয়
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন থেকে অভিনয় জীবন কেমন ছিল নিজেই জানালেন অভিনেত্রী।
210
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলিনা জানিয়েছেন, তার মা, বাবা এবং এক সন্তানের মৃত্যুর পর তিনি পুরোপুরি মানসিক রোগের শিকার হয়েছিলেন।
310
এতটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন যে হতাশাই বদলে দিয়েছিল তার পুরো জীবনকে।
410
সেলিনার স্বামী পিটার হগকে নিজের চাকরি ছাড়তে হয়েছিল সেলিনাকে সামলানোর জন্য।
510
সেলিনা আরও জানিয়েছেন, প্রত্যেকের জীবনের গুরুত্বপূর্ণ জিনিস চলে যাওয়ার পর সেই জায়গায় বিশাল ফাঁক তৈরি হয় আর সেখানেই গ্রাস করে হতাশা।
610
অভিনেত্রীরও তেমনটাই হয়েছিল বাবা মারা যাওয়ার কিছুদিন পরই আচমকা মা মারা যান। তারপর ২০১৭ সালে আবার নিজের সন্তানকে হারান অভিনেত্রী।
710
সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেলিনার স্বামী নিজের চাকরি ছেড়ে তাকে সামলেছেন। এই সময়ে স্বামীই তাকে যোগ্য সঙ্গ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে।
810
তারপরই দুবাই ছাড়ার পরিকল্পনা করেন অভিনেত্রী। এবং এই ঘটনার পরপরই সেলিনা পুরো পরিবারকে নিয়ে অষ্ট্রিয়ায় ফিরে যান।
910
২০১১ সালে সেলিনাকে শেষবারের মতো ছবিতে দেখা গিয়েছে। দীর্ঘদিন বাদে বড়পর্দায় ফিরছেন সেলিনা
1010
আর এই ছবি তাকে স্বাভাবিক জীবনে ফিরতে অনেকটা সাহায্য করেছে। পরিচালক রাম কমল মুখোপাধ্যায়-এর 'সিজনস গ্রিটিংস'-এ দেখা যাবে সেলিনাকে।