- Home
- Entertainment
- Bollywood
- 'বিপাশা বসু একটা কালো বিড়াল', একাধিক বেফাঁস মন্তব্যে ঝড় তোলে করিনা কাপুর
'বিপাশা বসু একটা কালো বিড়াল', একাধিক বেফাঁস মন্তব্যে ঝড় তোলে করিনা কাপুর
| Published : Apr 16 2020, 07:19 PM IST
'বিপাশা বসু একটা কালো বিড়াল', একাধিক বেফাঁস মন্তব্যে ঝড় তোলে করিনা কাপুর
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
19
বিপাশা বসুর সঙ্গে একবার বিতর্কে জড়ায়ে পড়েছিলেন করিনা। ক্যামেরার সামনে বলেছিলেন বিপাশা কালো বিড়াল।
29
প্রিয়ঙ্কার উচ্চারণ নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। পাল্টা উত্তর দিয়ে প্রিয়ঙ্কা জানিয়েছিলেন তাঁর বরের মতই তিনি কথা বলেন।
39
একবার আমিশাকে বলেছিলেন তিনি, আমি অন্যদের ছবি উপহারদি। বড় ছবি ছেড়ে দিয়ে থাকি। সেই সুযোগ অন্যরা পায়।
49
তৈমুরের নাম নিয়ে সমস্যায় পড়লে একাধিকবার তিনি ভুল মন্তব্য করে বসেন ক্যামেরার সামনে। যার থেকে শুরু হয় বিতর্ক।
59
করিনা ছেড়ে কথা বলেননি সলমন খানকেও। সলমন খান মোটেও ভালো অভিনেতা নন। সাফ জানিয়ে ছিলেন করিনা কাপুর।
69
জনের কোনও অভিনয়ের ভঙ্গমা নেই। বিপাশার বরকেও ছেড়ে কথা বলেনি বলিউড বেবো। যদিও পরবর্তীতে জন সেই বিবাদ মিটিয়ে নিয়েছিলেন।
79
আমি অন্যদের ছবি উপহার দিয়ে থাকি। রামলীলা ছবি ছাড়ার পর তিনি জানিয়ে ছিলেন। দীপিকাকে প্রকাশ্যে তোপ করিনার।
89
প্রীতি আমার কম্পিটিশনই নয়। তাই প্রীতি জিন্টা সম্পর্কে আমি কোনও মতামত দিতে চাই না। সাফ জানিয়ে ছিলন করিনা।
99
ঐশ্বর্য আমার জেনারেশনের নয়। তাই তাঁর সঙ্গে কোনও তুলনাই চলে না।