আমস লাইসেন্স কেস থেকে মুক্ত সলমন, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ভালোবাসা জানালেন ভাইজান
First Published Feb 12, 2021, 8:07 AM IST
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়িয়েছিল একাধিক তারকার। তবে সেই তালিকা থেকে কেবলমাত্র সলমন খানের নাম সর্বাধিক হাইলাইট হয়। সাইফ আলি খান, তাব্বু সহ হাম সাত সাত হ্যায় টিমকে পড়তে হয়েছিল বিপাকের মুখে। তবে থেকে চলছে সলমন খানের বিরুদ্ধে একাধিক কেস।

কৃষ্ণসার হত্যা মামলায় জড়ানোর পড়েই রাজস্থান সরকারের পক্ষ থেকে কেস ফাইল করা হয়। সেখান থেকে উঠে আসে মূল অভিযুক্তের নাম সলমন।

লাইসেন্স ছাড়া আমস রাখছেন তিনি। আর সেই আমস ব্যবহার করছেন পোচিং এর কাজে। এই মর্মে সাজানো হয় কেস।

বিনা লাইসেন্সে আমস রাখার অর্থই হলো বেআইনি। এখানেই শেষ নয়, আমস অ্যাক্টের আওতায় সলমন খানের নাম উঠে আসে ভুয়ো এফিডেভিট জমা দেওয়ার পরও।

সালটা ছিল ২০০৩, সলমন খানের পক্ষ থেকে দেখানো হয় তিনি তার লাইসেন্স হারিয়ে ফেলেছিলেন, এটা নিয়ে একটি নথি জমা করা হয়।

মঙ্গলবার বড় সাফল্য আসে এই কেসে, রাজস্থানের সরকারের করা সলমন খানের বিরুদ্ধে অভিযোগ উড়িয়ে দেয় সেশন কোর্ট।

সালমান খানকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এদিন আদালতে পেশ করা হয়। চলতে থাকে তিন দফায় সওয়াল জবাব।

সালমান খানের পক্ষে থাকা উকিল, এদিন জানেন অভিযোগ থেকে সলমনকে মুক্ত করা হয়েছে। বেআইনি অস্ত্র রাখা নয়, সলমনের লাইসেন্স গিয়েছিল হারিয়ে। ভুল বশত তেই তথ্য দেরি করে কোর্টে জমা দেওয়া হয়।

যদিও এর পর রাজ্যের পক্ষ থেকে সেশন কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। যদিও সলমন ছিল নিজের মন্তব্য অনঢ়।

এ পরিবর্তনের ভালোবাসা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সালমান খান। যেন অগাদ ভালোবাসার জন্য ধন্যবাদ। পাশাপাশি ভক্তদের নিজেদেরও পরিবারের খেয়াল রাখার জন্য জানিয়েছেন ভাইজান।

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?