- Home
- Entertainment
- Bollywood
- করিনা-অনুষ্কার পর এবার কি সুখবর দিতে চলেছেন 'দীপিকা', কীসের ইঙ্গিত দিলেন নায়িকা
করিনা-অনুষ্কার পর এবার কি সুখবর দিতে চলেছেন 'দীপিকা', কীসের ইঙ্গিত দিলেন নায়িকা
- FB
- TW
- Linkdin
ছোট বয়স থেকেই ডেটিং,লিভ-ইন কী না করছেন দীপিকা। বলি ইন্ডাস্ট্রিতে এসেও কাপুর পরিবারের চকোলেট বয় রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্ক সবসময়েই সরগরম করেছে পেজ থ্রি-র পাতা। যদিও এসব এখন অতীত। বলিউডের হট কাপলস-এর কথা বললেই সবার আগে মনে আসে 'দীপবীর'-র নাম।
বলিউডের হট কাপলস-এর কথা বললেই সবার আগে মনে আসে 'দীপবীর'-র নাম। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং কিছু না কিছু করেই ,সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে সর্বদাই রয়েছেন। একটানা দীর্ঘ ৬ বছর ডেটিং করার পর ২০১৮ সালে গাটছড়া বাঁধেন এই তারকা দম্পতি।
বলিউডে ড্রিম গার্ল দীপিকা পাড়ুকোনের ফিগার থেকে শরীরী সৌন্দর্যে মুগ্ধ আট থেকে অষ্টাদশী। সর্বদাই নেটিজেনদের নজরে রয়েছেন বলি ডিভা।
বিয়ের ২ বছর কাটতে না কাটতেই নতুন খবরে মাতোয়ারা দর্শক। এবার কি কোনও সুখবর দিতে চলেছেন দীপিকা।
জল্পনা নাকি সত্যি? এই নিয়েই দ্বন্ধে রয়েছেন অনুরাগীরা। সম্প্রতি একটি ছবিকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নিজের ইনস্টা হ্যান্ডেলে তেমনটাই ইঙ্গিত দিলেন দীপ্পি। নিজের একটি ছবি শেয়ার করেছেন দীপিকা। যেখানে হাসি মুখে পোজ দিতে দেখা গেছে অভিনেত্রীকে।
ছবির ক্যাপশনে লেখা 'ফেব্রুয়ারি'। তবে কি 'ফেব্রুয়ারি' মাসেই সুখবর দিচ্ছেন দীপিকা। তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ছবির ক্যাপশনে লেখা ফেব্রুয়ারি। তবে কি ফেব্রুয়ারি মাসেই সুখবর দিচ্ছেন দীপিকা। তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দীপিকার ছবি প্রকাশ্যে আসা মাত্রই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনদের। করিনা-অনুষ্কার পর কি এবার তবে দীপিকার পালা।
যদিও অনুরাগীদের কোনও প্রশ্নেরই জবাব দেননি দীপিকা। এবং স্ত্রী হাসি মুখের ছবি দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়েন রণবীর সিং।এর আগেও দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।
কাঁচা আমের ছবি পোস্ট করেছিলেন দীপিকা। তার পর থেকে দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আরও দানা বেঁধেছিল।