- Home
- Entertainment
- Bollywood
- শাহিদের সঙ্গে গোপন 'সঙ্গম' কিংবা সইফের 'সহবাস' নয়, করিনার জীবনে প্রথম ভালবাসা এনেছিলেন ভিকি
শাহিদের সঙ্গে গোপন 'সঙ্গম' কিংবা সইফের 'সহবাস' নয়, করিনার জীবনে প্রথম ভালবাসা এনেছিলেন ভিকি
- FB
- TW
- Linkdin
আবারও শিরোনামের শীর্ষে উঠে এসেছেন বলিউডের স্টাইল আইকন করিনা । ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন করিনা কাপুর খান।
প্রেগন্যান্সি থেকে ব্যক্তিগত জীবন বারেবারে সাহসিকতার পরিচয় দিয়েছেন করিনা।
শাহিদ কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ প্রেম নিয়ে আজও চর্চায় উঠে আসে করিনার নাম। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি।
শাহিদ কাপুরের সঙ্গে ব্রেক আপের পরই ২০০৮ সালে তশান ছবির সেটে সইফের সঙ্গে বন্ধুত্ব হয় করিনার। তারপরই সেখান থেকে বন্ধুত্ব এবং প্রেম।
করিনা নিজেই একবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নবাব পুত্র সইফ আলি খানকে একবার নয়, একাধিকবার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন করিনা। বয়সে সইফ আলি খানের চেয়ে ১০ বছরের ছোট করিনা। বিয়ের আগে অনেকদিন ডেটও করেছিলেন সইফ-করিনা।
শাহিদ থেকে সইফ, দুজনের কেউই সোলমেট ছিলেন না করিনার। এই বিশেষ ব্যক্তিই ছিলেন করিনার ভালবাসার মানুষ। শাহিদের আগেও ভিকি নিহালনির সঙ্গে সম্পর্কে ছিলেন করিনা।
শাহিদ থেকে সইফ, দুজনের কেউই সোলমেট ছিলেন না করিনার। এই বিশেষ ব্যক্তিই ছিলেন করিনার ভালবাসার মানুষ। শাহিদের আগেও ভিকি নিহালনির সঙ্গে সম্পর্কে ছিলেন করিনা।
সাক্ষাৎকারে করিনা একবার জানিয়েছিলেন, 'ভিকি এবং আমি যেন ঠিক সোলমেট। ও সবসময় আমার পাশে থাকে। ভিকিই আমার প্রথম ভালবাসা। আমি ১৩ বছর বয়সে ওর প্রেমে পড়ি'। যদিও সেই ভালবাসায় বিচ্ছেদ হয় কিছুদিন পরেই।