- Home
- Entertainment
- Bollywood
- খান, কাপুরদের ছাপিয়ে আজ তিনি সেরার সেরা, প্রতিভার জোরে বলিউডে ছাপ রেখে চলেছেন অনুষ্কা
খান, কাপুরদের ছাপিয়ে আজ তিনি সেরার সেরা, প্রতিভার জোরে বলিউডে ছাপ রেখে চলেছেন অনুষ্কা
- FB
- TW
- Linkdin
অনুষ্কার জন্মদিনে তাঁর অভিনয় ক্ষমতার বিষয় প্রশংসা করা ছাড়া তাঁর অদম্য জেদ এবং টিকে থাকার লড়াইয়ের কথা না বললেই নয়।
অনুষ্কা রব নে বনা দি জোরি দিয়ে শুরু করেছিলেন নিজের সোনালি সফর। অভিনয় ক্ষমতার কারণে প্রথম ছবিতেই ছক্কা হাঁকালেন অভিনেত্রী।
প্রথম ছবিতেই শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করা। অর্ধেকের বেশি অভিনেত্রীরাই সেখান ওভারশ্যাডোড হয়ে যান।
তবে তেমনটা ঘটেনি অনুষ্কার ক্ষেত্রে। বরং শাহরুখকে ছাপিয়ে তাঁর অভিনয় ক্ষমতার প্রশংসার পুল বাঁধতে শুরু করল বলিউড।
নেপটিজমের দুনিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ছাপ ফেলতে শুরু করলেন অনুষ্কা।
একে একে প্রত্যেক ছবিতে তাঁর প্রশংসার রেশ বাড়তেই থাকল। ছবি হিট হোক বা ফ্লপ, অনুষ্কার জনপ্রিয়তার শিড়ি ভাঙা বন্ধ হল না।
একে একে সুপারহিট ছবি, তাবড় তাবড় অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে কাজ তাঁকে সেরা অভিনেত্রীর খেতাব এনে দিল।
আউটসাইডার হিসেবে বলিউডে আজ তিনি যে জায়গায় তা খুব অভিনেতা-অভিনেত্রীরাই অর্জন করতে পেরেছেন।
পাব্লিক ফিগার হয়েও নিজের ব্যক্তিগত জীবনকে কখনও প্রকাশ্যে আসতে দেননি অনুষ্কা। বিরাট কোহলিরক সঙ্গে চুপিসারে বিয়ে করে এক রকম চমকে দিয়েছিলেন সকলকে।
পেশাগত জীবনে, একজন অভিনেত্রী থেকে হয়ে অসামান্য প্রযোজক। কনটেন্টের উপর চিরকাল ভরসা করে এসেছেন অনুষ্কা।
ছবিতে হিরো হিরোইন বা ফিল্মি গান নয়, রাজ করবে কনটেন্ট। আজ সত্যি সেই কনটেন্টের জোরে খানদের ছাপিয়ে রাজকুমার রাও, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, কার্তিক আরিয়ান, কৃতি স্যানন, দীপিকা পাডুকোনের নাম উঠে এসেছে তালিকার শীর্ষে।
অনুষ্কা নিজের প্রযোজনায় অসাধারণ ছবি উপহার দিয়ে চলেছেন দর্শকদের। এনএইচটেন, ফিল্লৌরি, পরী, তিনটিই ছবি প্রশংসিত হয়েছে দর্শকমহলে। এবার পাতাল লোক নামক ওয়েব সিরিজ নিয়ে ডিজিটাল দুনিয়ায় পদার্পণ করেছেন অনুষ্কা।