- Home
- Entertainment
- Bollywood
- পাকিস্তানি ডিজাইনে সেজে উঠলেন গওহর, বাধা পড়লেন বিবাহ বন্ধনে
পাকিস্তানি ডিজাইনে সেজে উঠলেন গওহর, বাধা পড়লেন বিবাহ বন্ধনে
টলিউডের পাশাপাশি বলিউডেও বাজছে বিয়ের সানাই। বিয়ের বনধ্নে আবদ্ধ হলেন মডেল তথা অভিনেত্রী গওহর খান। বড়দিনেই ইসলাম মতে বিয়ে সেরে ফেললেন গওহর। বিয়ের নানা আপডেটেই এখন ভরছে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকউন্ট। পাত্রের নাম জায়েদ দারবার। গওহরকে দেখেই প্রেমে পড়েছিলেন জায়েদ। বয়সে জায়েদ বেশ ছোট গওহরের থেকে। তবে এই বয়সের পার্থক্য তাঁদের প্রেমের পথে চলতে বাধা সৃষ্টি করেনি।
| Dec 25 2020, 10:08 PM IST
- FB
- TW
- Linkdin
)
বরং সেই বয়সের ফারাককেই হাতিয়ার করে হাতে হাত রেখে এগিয়ে চলেছেন সুহানা সফরে।
Subscribe to get breaking news alerts
আজ ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনেই ছাদনাতলায় দেখা গেল গওহরকে। বিয়ের সময় সাদার উপর কাজ করা লেহেঙ্গায় সেজে উঠেছিলেন তিনি।
পরের অনুষ্ঠানে তাঁকে সোনালী ও মেরুন রঙের লেহেঙ্গা পরেছিলেন। তাঁর রূপের সঙ্গে ভক্তরা ডিজনি প্রিন্সেসের তুলনা করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে।
ভারি পাথরের গয়না পরেছিলেন দু'টি আউটফিটের সঙ্গেই। মাথায় ঘোমটা দিয়ে গওহর এখন মিসেস হয়ে গিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় নিজের প্রেমকাহিনির বিষয় সবটা ব্যক্ত করেছিলেন। গওর নিজের সম্পর্ক নিয়ে কখনও কোনও রাখঢাক রাখেননি।
জায়েদের সঙ্গে নানা পোস্টই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তা বিয়ের কার্ডের ঝলক হোক বা মেহেন্দির ছবি।
সবই ভাইরাল হয়ে চলেছে নেটদুনিয়ায়। পাকিস্তানি ফ্যাশন ডিজাইনার পোশাকেই সেজে উঠেছিলেন গওহর। ইতিমধ্যেই ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।
বিগ বস সিজন ৭-এ অংশগ্রহণ করার সময় কুশাল টন্ডনের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছিলেন গওহর। সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। তার বহু বছর পরই জায়েদের সঙ্গে সম্পর্ক তৈরি হয় গওহরের।