- Home
- Entertainment
- Bollywood
- হঠাৎ-ই সলমনের বেডরুমে ক্যাট, বাথরুম থেকে বেরিয়ে অপ্রস্তুত সলমন, গ্যালাক্সিতেই হয়েছিল প্রথম দেখা
হঠাৎ-ই সলমনের বেডরুমে ক্যাট, বাথরুম থেকে বেরিয়ে অপ্রস্তুত সলমন, গ্যালাক্সিতেই হয়েছিল প্রথম দেখা
- FB
- TW
- Linkdin
ক্যাটরিনার সঙ্গে সলমন খানের রসায়ন বেজায় উপভোগ করেন ভাইজান ভক্তরা। তবে ক্যাটরিনার সঙ্গে সলমনের প্রথম সাক্ষাৎ হয় কীভাবে..
এক সাক্ষাৎকারে সেই কাহিনি সকলকে জানান ক্যাটরিনা নিজেই। গ্যালাক্সিতেই প্রথম দেখা হয় এই দুই তারকার। তখন ক্যাটরিনা বলিউড থেকে অনেকটাই দূরে।
সলমন খানের জন্মদিনে ক্যাটরিনাকে নিমন্ত্রণ করেছিলেন সলমন খানের বোন। বাড়িতে ঢুকে ঘুরে দেখছিলেন ক্যাটরিনা।
এমনই সময় সামনে হাজির সলমন খান। ক্যাটরিনা তাঁকে দেখে এক কথায় অবাক। সলমনের পরনে ছিল না কোনও শার্ট।
ক্যাটরিনা হেঁসে তাঁকে শার্ট পরতে বলেন। লজ্জায় সলমন উত্তর দিয়েছিলেন, তিনি বুঝতে পারেননি অতিথিরা আসতে শুরু করে দিয়েছেন।
তিনি সবে মাত্র স্নান সেরে বেরিয়েছেন। তাই শার্ট পরা হয়ে ওঠেনি। এরপর থেকেই গোটা পার্টিতে সলমন খান খান লক্ষ্য করেছিলেন ক্যাটরিনাকে।
ক্যাটরিনায় কথায়, সেদিন সলমন ভাবছিলেন, বাড়িতে এই সুন্দর মেয়েটি কে... বলেই হেঁসে ফেলেন ক্যাটরিনা। সেই থেকেই শুরু।
পরবর্তীতে এই জুটিই পর্দায় ছক্কা হাঁকায়। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন সলমন ও ক্যাটরিনা।
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।