৪৬ তম জন্মদিনের বছরে সিনেমায় দু'দশক পূর্ণ হৃতিকের, রইল সেরা কিছু মুহূর্ত
জীবনের ৪৫টি বসন্ত পেরিয়ে বলিউড হার্টথ্রব হৃতিক রোশন আজ ৪৬-এ পা দিলেন। ইতিমধ্যেই একের পর এক শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে তার সোশ্যাল মিডিয়া। জন্মদিন মানেই একটা স্পেশ্যাল আয়োজন। কিন্তু এই বছরের জন্মদিনটা যেন একটু বেশিই স্পেশ্যাল অভিনেতার কাছে। কারণ প্রাক্তনের শুভেচ্ছাবার্তায় ইতিমধ্যেই তার জন্মদিনটা আর একটু যেন বেশি স্পেশ্যাল হয়ে উঠেছে। ইনস্টাগ্রামে মন কাড়া পোস্ট করে হৃতিককে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন সুজান। জন্মদিনের উপহার হিসেবে প্রাক্তন স্বামীকে দুটি অ্যাওয়ার্ডও দিয়েছেন সুজান। তার উপর আবার বলিউডে তার দু'দশক পূর্ণ হল। কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবনের ফেলে আসা সুখকর মুহূর্তের রইল একগুচ্ছ ছবি।
119

বলিউড হার্টথ্রব হৃতিক রোশনের আজ ৪৬-তম জন্মদিন।
219
২০০০ সালে 'কহো না প্যায়ার হ্যায়' ছবিতে বলিউডে অভিষেক হয়েছিল হৃতিকের। সেখান থেকে শুরু করে ২০ বছর পার করে ফেললেন হৃতিক।
319
শিশুশিল্পী হিসেবে নিজের যাত্রা শুরু করে বলিউডে আজ সুপ্রতিষ্ঠিত অভিনেতা হৃতিক।
419
একের পর এক হিট ছবি দিয়ে তিনি বি-টাউনে বাজিমাত করে রেখেছেন।
519
রাকেশ রোশনের পুত্র হিসেবে নয়, নিজের অভিনয় দক্ষতা নিয়েও তিনি বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন।
619
এই বছরের জন্মদিনটা যেন একটু বেশিই স্পেশ্যাল হৃতিকের কাছে। ইনস্টাগ্রামে মন কাড়া পোস্ট করে হৃতিককে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন সুজান।
719
নিজের ফিটনেস নিয়ে ভীষণ সচেতন হৃতিক। তার জিম করা শরীরে কাত আট থেকে অষ্টাদশী।
819
বলিউডে কাপল গোল হামেশাই দেখা যায়, কিন্তু ডিভোর্সড কাপল গোলের সংজ্ঞাটা বোধহয় ওদের থেকে শিখতে হবে প্রত্যেককে।
919
চরিত্র নিয়ে বরাবরই এক্সপেরিমেন্ট করেছে অভিনেতা। তার প্রমাণ প্রত্যেকেই পেয়েছেন। 'সুপার ৩০' ছবিতে আনন্দ কুমারের ভূমিকায় তিনি যেভাবে নিজেকে প্রস্তুত করেছেন তা আর বলার অপেক্ষা রাখে না।
1019
জন্মদিনের উপহার হিসেবে প্রাক্তন স্বামীকে দুটি অ্যাওয়ার্ডও দিয়েছেন সুজান। 'বেস্ট ড্যাডি অ্যাওয়ার্ড', 'বেস্ট ফিলোসফার'-এর আখ্যানে ভূশিত করেছেন হৃতিককে।
1119
জন্মদিন এলেই সবার প্রথমে শুভেচ্ছা পাঠান তার প্রাক্তন স্ত্রী সুজান খান। আর এবারও তেমনটাই হল। বর্তমান হোক বা অতীত জন্মদিনের শুভেচ্ছা পাঠাতে তিনি এগিয়ে সবার আগে। এই বছরও সেটা বজায় রাখলেন তিনি।
1219
ছবির ক্যাপশনও দিয়েছেন নজরকাড়া। ক্যাপশনে লিখেছেন, 'হ্যাপিয়েস্ট বার্থডে হৃ। আজও তুমি আমার কাছে অতুলনীয়।'
1319
শীতের ছুটির আমেজ নিতে স্বপরিবারে তারা স্পেনে পাড়ি দিয়েছিলেন। একের পর এক ছবি শেয়ার করেছেন সুজান।
1419
বিয়ে ভাঙলেও পরবর্তী সময়ে খুব ভাল বন্ধু হয়ে ওঠেন তারা। নিজেদের ব্যক্তিগত স্বার্থে কিংবা ছেলেদের কথা ভেবে তারা একসঙ্গে সময় কাটান।
1519
১৪ বছরের বিবাহিত জীবনে বিচ্ছেদ হয়েছে পাঁচ বছর আগে। যদি বিচ্ছেদের সংজ্ঞা রাতারাতি বদলে দিয়েছেন দুজনেই।
1619
একাধিকবার স্বপরিবারে ছুটি কাটাতেও দেখা গিয়েছে বলিউডের এই লাভ বার্ডসকে। নিজেদের মর্ডান ফ্যামিলি বলেও উল্লেখ করেছেন।
1719
ছেলে হৃদান ও রেহানের সঙ্গে বরফের দেশে ছুটি কাটানোর একাধিক ছবি নজর কেড়েছে।
1819
কর্মক্ষেত্রে গত বছরটা খুবই ভাল কেটেছে হৃতিকের। 'সুপার৩০' ছবিটি বক্সঅফিসে দারুণ ব্যবসা করেছে এর পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। 'ওয়ার' ছবিটিও বক্সঅফিসে দারুণ হিট।
1919
প্রাক্তন স্বামীর জন্মদিনে নজরকাড়া এই পোস্ট দেখে সম্পর্কের নতুন মোড়ের ইঙ্গিত করছেন সমালোচকদের একাংশ। বর্তমানে 'ক্রিশ৩'সিক্যুয়েলে সুপারহিরো অবতারে তিনি ধরা দেবেন। ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে।
Latest Videos