মুম্বইয়ের নাইট ক্লাব থেকে গ্রেফতার হৃত্বিকের প্রাক্তন স্ত্রী, ভুঁয়ো অভিযোগ অস্বীকার সুজানের
First Published Dec 23, 2020, 12:03 PM IST
করোনা আতঙ্কের মধ্যেই চলল রাতভর পার্টি। সমস্ত বিধিনিষেধ, করোনাবিধি লঙ্ঘন করে রাতভর পার্টি করার অভিযোগেই গত মঙ্গলবার ভোররাতে মুম্বইয়ের ড্রাগনফ্লাই ক্লাব থেকে গ্রেফতার হয়েছেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খান, সংগীত শিল্পী গুরু রানধাওয়া ও ভারতীয় তারকা ক্রিকেটার সুরেশ রায়না। সকলের বিরুদ্ধেই করোনাবিধি ভাঙার অভিযোগ উঠেছে। সম্প্রতি হৃত্বিকের প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সুজান খান।

করোনাবিধি লঙ্ঘন করে রাতভর পার্টি। ভোররাতে মুম্বইয়ের ড্রাগনফ্লাই ক্লাব থেকে গ্রেফতার হয়েছেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খান। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মুম্বইয়ের ড্রাগনফ্লাই ক্লাব থেকে গ্রেফতার হয়েছেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খান, সংগীত শিল্পী গুরু রানধাওয়া ও ভারতীয় তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন