- Home
- Entertainment
- Bollywood
- হৃত্বিকের কাছে পৌঁছলো মুম্বই ক্রাইম ব্রাঞ্চের সমন, কঙ্গনার অভিযোগের ভিত্তিতে রেকর্ড করা হবে বয়ান
হৃত্বিকের কাছে পৌঁছলো মুম্বই ক্রাইম ব্রাঞ্চের সমন, কঙ্গনার অভিযোগের ভিত্তিতে রেকর্ড করা হবে বয়ান
- FB
- TW
- Linkdin
কঙ্গনার সঙ্গে কৃষ থ্রি ছবিতে অভিনয় করার পরই রোম্যান্সে জড়িয়ে পরেন হৃত্বিক রোশান।
দুজনের মধ্যে ছিল ঘনিষ্ট সম্পর্ক। এমনটাই দাবী করেছিলেন কঙ্গনা রানাওয়াত। কিন্তু একটা সময়ের পর তা অস্বীকার করেন হৃত্বিক।
তিনি সাফ জানিয়েছিলেন তিনি কখনই এই সম্পর্কে সেভাবে ছিলেন না। ঘটনাটি ২০১৬ সালের।
যখন হৃত্বিক এক সাক্ষাৎকারে কঙ্গনার বিষয় বলেন একজন বোকা প্রাক্তন। এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কঙ্গনা।
এমন কি কেস ফাইলও করেন তিনি হৃত্বিকের বিরদ্ধে। সামনে আসে একের পর এক মেল চালাচালির ছবি।
সেই থেকেই চলতে থাকে কেস। ২০২০ সালের ডিসেম্বর মাসে সেই কেস আবারও সামনে উঠে আসে।
হৃত্বিকের উকিল এই কেসকে সাইবার সেল থেকে সরিয়ে আনার আবেদন জানিয়েছিলেন।
বর্তমানে তা ক্রিমিন্যাল ইন্টালিজেন্স ইউটকে এই কেস ট্রান্সফার করে মুম্বই পুলিশ। সেখান থেকেই সমন যায় হৃত্বিকের কাছে।
শনিবার বেলা এগারোটা নাগাত মুম্বই ক্রাইম ব্রাঞ্চে হৃত্বিককে ডেকে পাঠানো হয়। সেখানেই হৃত্বিকের বয়ান রেকর্ড করা হবে।
আগামী দুই সপ্তাদের মধ্যে দুই পক্ষের স্টেটমেন্ট বিস্তারিতভাবে জমা করার নির্দেশ দিয়েছে কোর্ট।