- Home
- Entertainment
- Bollywood
- গব্বর থেকে বব বিশ্বাস, দশকের পর দশক ধরে বলিউডের পর্দা কাঁপাচ্ছে যে খলনয়কের দল
গব্বর থেকে বব বিশ্বাস, দশকের পর দশক ধরে বলিউডের পর্দা কাঁপাচ্ছে যে খলনয়কের দল
- FB
- TW
- Linkdin
গব্বর সিংঃ আমজাত খান এই চরিত্রে অভিনয় করেছিলেন। ছবির নাম শোলে। মুক্তি পেয়েছিল ১৯৭৫ সালে। এই চরিত্র বলিউডের এক কথায় সেরা ভিলেন হয়েই রয়ে গিয়েছে।
সাকালঃ শান ছবিতে খলনায়কের চরিত্র ছিল সাকাল। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮০ সালে। যে চরিত্রে অভিনয় করেছিলেন কুলভূষণ খারবান্দা।
মোগাম্বোঃ ছবির নাম মিস্টার ইন্ডিয়া। মুক্তি পেয়েছিল ১৯৮৭ সালে। চরিত্রে অভিনয় করেছিলেন অমরেশ পুরী। যা বলিউডের এক আইকনিক ভিলেনে চরিত্র।
ভৌরনাথঃ নাগিন ছবির চরিত্র ভৌরনাথ। অমরেশ পুরী এই চরিত্রে অভিনয় করেছিলেন। শ্রীদেবী-ঋষি কাপুর অভিনীত এই ছবির খলনায়কের চরিত্র আজও আইকোনিক।
লজ্জা শঙ্কর পণ্ডিতঃ আশুতোষ রানার বলিউড কেরিযারে এক এক অন্যতম চরিত্র। ছবির নাম সংঘর্ষ। মুক্তি পেয়েছিল ১৯৯৯ সালে।
বব বিশ্বাসঃ খুব ছোট পাঠ। শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন বব বিশ্বাসের চরিত্রে। ছবির নাম কাহানি। ছোট এই পাঠ এতটাই সকলের নজর কেড়েছিল যে তা নিয়ে বর্তমানে আনকোরা এক ছবি তৈরি হতে চলেছে।
ধনকড়( বা)- এই চরিত্রে অভিন করেছিলেন সুপ্রিয়া পাঠক। ছবির নাম রামলীলা। যা মুক্তি পেয়েছে ২০১৩ সালে।
কাঞ্চাঃ ছবির নাম অগ্নিপথ। এই ছবি দুবার মুক্তি পায়, সম্প্রতি অগ্নিপথ ২০১২ সালে মুক্তি পায়, যেখানে মুখ্য ভুমিকাতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত।
খিলজিঃ পদ্মাবত ছবির অন্যতম চরিত্র আলাউদ্দিন খিলজি। যে পাঠ করেছিলেন রণবীর সিং। তাঁর লুক থেকে উপস্থাপনা দুই ঝড় তুলেছিল পর্দায়।
রাহুল মেহেরাঃ এক কথায় বলতে গেলে এ যেন এক অন্য শাহরুখ। ছবির নাম ডর। যেখানে তাঁর চরিত্র এখনও দর্শকদের মনে দাগ কেটে রয়েছে।