বক্ষের খাঁজে নয় ,ক্রপটপে চড়ছে উষ্ণতার পারদ, বয়ফ্রেন্ডের সঙ্গে গোপনে রোম্যান্স উপভোগ শ্রদ্ধার
First Published Apr 9, 2021, 7:28 AM IST
বলি নায়িকাদের এখন পছন্দের ডেস্টিনেশন মলদ্বীপ। সময় পেলেই সঙ্গীকে নিয়ে একান্ত মুহূর্ত কাটাতে উড়ে যাচ্ছেন বলি ডিভারা। তবে একমাসে তিনবার, হ্যাঁ মনোরম প্রকৃতি,নীল জলরাশি টানেই মলদ্বীপে উড়ে গেলেন শ্রদ্ধা কাপুর। বিকিনির হট পোজে নয়, বরং ক্রপ টপে শ্রদ্ধা কাপুরের হট লুক নজর কেড়েছে নেটিজেনদের। তবে ক্যামেরার ওপারের মানুষটিকে দেখার জন্য মুখিয়ে রয়েছে নেটিজেনদের। এবার তারও প্রমাণ মিলল ইনস্টাগ্রামে।

বলিউডের প্রথমসারির অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের লেটেস্ট ফোটোশ্যুট ঘুম উড়িয়েছে ভক্তদের। প্রতিটি ছবিতেই লাস্যময়ী শ্রদ্ধা।

মনোরম প্রকৃতি,নীল জলরাশি টানেই সঙ্গীকে নিয়ে একান্ত মুহূর্ত কাটাতে একমাসে তিনবার, মলদ্বীপে উড়ে গেলেন শ্রদ্ধা কাপুর।

বিকিনির হট পোজে নয়, বরং ক্রপ টপে শ্রদ্ধা কাপুরের হট লুক নজর কেড়েছে নেটিজেনদের। অভিনেত্রীর স্টাইলিশ অবতার, মোহময়ী লুকে আগুন ঝরছে।

তবে ক্যামেরার ওপারের মানুষটিকে দেখার জন্য মুখিয়ে রয়েছে নেটিজেনদের। এবার তারও প্রমাণ মিলল ইনস্টাগ্রামে।

পুরোপুরি ভ্যাকেশন মুডে রয়েছেন শ্রদ্ধা কাপুর। কখনও জলের উপর হাঁটছেন আবার কখনও জলের তলায় ডুব দিচ্ছেন শ্রদ্ধা।

শ্রদ্ধা কাপুরের রিউমার্ড বয়ফ্রেন্ডের রোহনের ইনস্টা-তেই দুয়ে দুয়ে চার করেছেন নেটিজেনরা।

একের পর এক সিঙ্গল ছবিতে শ্রদ্ধার উষ্ণ অবতারে ঘায়েল ভক্তরা। তবে কে তুললেন এই ছবি, একাধিক প্রশ্ন ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ডায়েট চার্ট ফলো করেই খাওয়া-দাওয়া করছেন শক্তি কন্যা শ্রদ্ধা। মলদ্বীপে গিয়ে স্কুবা ড্রাইভিং করতে দেখা গেছে শ্রদ্ধাকে। প্রতিটি মুহূর্তের ছবিই নেটদুনিয়ায় ভাইরাল।

বয়ফ্রেন্ডকে প্রকাশ্যে না আনলেও অন্তরঙ্গ মুহূর্তে কোয়ালিট টাইমে ব্যস্ত শ্রদ্ধা কাপুর। জীবনের অন্যতম সেরা সময়টায় কাটাচ্ছেন শ্রদ্ধা। তা ছবিতেই স্পষ্ট।