- Home
- Entertainment
- Bollywood
- আবারও ফিরে এলো বন্দি জীবন, সাদাকালো ফ্রেমে হটপোজ জ্যাকলিনের, চোখে-মুখে বিষণ্ণতার ছাপ
আবারও ফিরে এলো বন্দি জীবন, সাদাকালো ফ্রেমে হটপোজ জ্যাকলিনের, চোখে-মুখে বিষণ্ণতার ছাপ
- FB
- TW
- Linkdin
জ্যাকলিন ফার্নান্দেজ মানেই এক কথায় বলতে গেলে বলিউডের সুপার হট ক্যুইন, যাঁর শরীরী ভাঁজেই লুকিয়ে হটনেসের রহস্য।
সিনেমার ফ্রেম হোক বা ফোটোফ্রেমের পার্ফেক্ট লুক, জ্যাকলিনের ছোঁয়াতেই মুহূর্তে তা হয়ে ওঠে অনবদ্য।
কিউট হট থেকে শুরু করে এলিগেন্ট, সবই এক কথায় যায় জ্যাকলিনের নাম ও লুকের সঙ্গে। তাই নানা সময় নানা লুকে ভাইরাল জ্যাকলিন।
কখনও ব্যালে লুকে, কখনও আবার নগ্ন ফোটোশ্যুটে মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে এই অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় সেই সূত্রেই ভক্তের সংখ্যা বিপুল। অভিনেত্রীর এক একটি পোস্ট মিস করা নয়, সেই কারণেই প্রোফাইলে নেটিজেনদের কড়া নয়।
কখনও লং নেকে ধরা পড়ে জ্যাকলিনের ক্লিভেজ, কখনও আবার কাঁধ থেকে খুলে পড়া পোশাকে আদুরে লুক ভাইরাল।
কখনও লং নেকে ধরা পড়ে জ্যাকলিনের ক্লিভেজ, কখনও আবার কাঁধ থেকে খুলে পড়া পোশাকে আদুরে লুক ভাইরাল।
তবে এবার জ্যাকলিনের পোজ বেশ কিছুটা অন্যস্বাদের। ভয়ানক পরিস্থিতি দিয়ে যাচ্ছে এখন সাধারণ মানুষ। আবারও ফিরেছে পুরোনো দিন।
মহামারী, মৃত্যু মিছিল, মানুষের হাহাকার। ঘরে বন্দি থেকে সাধারণ মানুষ যথা সম্ভব চেষ্টা করছে প্রাণ বাঁচানোর।
সেই বিষণ্ণতার ছবি ধরা পড়ল জ্যাকলিনের ফ্রেমে, সব রঙ হারিয়ে আবারও শুধু অপেক্ষার পালা।