- Home
- Entertainment
- Bollywood
- এ কোন জাহ্নবী, কোমড়ের ভাঁজ থেকে উরুর স্টেপ, নোরারে কড়া চ্যালেঞ্জ দিয়ে ভাইরাল শ্রীকন্যার হটনেস
এ কোন জাহ্নবী, কোমড়ের ভাঁজ থেকে উরুর স্টেপ, নোরারে কড়া চ্যালেঞ্জ দিয়ে ভাইরাল শ্রীকন্যার হটনেস
- FB
- TW
- Linkdin
হট নেসে এবার ঝড় তুললেন জাহ্নবী কাপুর। গান মুক্তি পেতে তাক নেট দুনিয়ায়। এ কোন জাহ্নবী, চমকে উঠলেন সকলে।
এক কথায় বলতে গেলে ভক্তদের চোখ ছানাবড়া। বেশ কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঠুমকায় নজর কাড়ছেন জাহ্নবী।
কখনো বেলি ডান্স কখনো আবার সাধারন গানেই অনবদ্য স্টেপ ভাইরাল করে তুলছে তাকে।
তবে বলিউডের সফর শুরুর সময় জাহ্নবী এইরূপ ভক্ত মহল দেখেনি। নাচ নখদর্পনে বটে। কিন্তু ফিগার!
তবে সেই ঠুমকাতে নোরাকে যে কড়া চ্যালেঞ্জে ফেলা যায়, তা হয়ত প্রাথমিকভাবে আশা করেনি ভক্ত মহল।
বলিউড সফরে এসে খুব বেশি ছবি এখনো করেননি জাহ্নবী। যার ফলে অনেকের চোখেই তিনি এখনও আনকোরা নতুন।
প্রথম ছবিতেই নাচের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। কিন্তু সেই জাহ্নবী সাথে এই জাহ্নবীর যেন আকাশ-পাতাল তফাৎ।
নিজেকে আমূল বদলে ফেললেন শ্রীদেবী-কন্যা। রুহি ছবির শুটিং সেটে ধরা দিলেন নয়া অবতার।
মুক্তি পেল সেই ছবির গান। আবারও এক বলিউড রিমেক। নাদিয়া পার এবার জাহ্নবীর ছোঁয়ায় ভাইরাল।
তবে শুধু নাচের স্টেপ নয়, বক্ষ যুগল থেকে উরুর স্টেপ, কোমরের ভাঁজ থেকে হট লুক, একোন জাহ্নবী।
এক ঝটকায় মনে পড়ে যায় নোরা ফাতেহির কথা। দিলবার হোক বা অন্য কোন গান, জাহ্নবী পলকে মনে করিয়ে দিলেন সুপার ডান্সার এর কথা।
ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই তা ঝড়ের বেগে হয়ে উঠল ভাইরাল কয়েক ঘন্টায় লাখ ছাড়ালো ভিউ।
বলিউডের জন্য নেপোটিজম আছে রে নিজেকে যে আমূল পরিবর্তন করে ফেললেন শ্রীদেবী-কন্যা তা আর বলার অপেক্ষা রাখে না।