কী সেই অদ্ভুত কারণ, যার জন্য একটি ছেলের মন ভাঙতে হয়েছিল জাহ্নবীকে
- FB
- TW
- Linkdin
জাহ্নবী কাপুরের জীবনে প্রেমেরে প্রস্তাব এসেছে বহু। তারই মাঝে তিনি বেশ কিছুজনকে দেখা মাত্রই করেছেন বাতিল।
বর্তমানে জাহ্নবীর হটনেসে কাঁপছে গোটা নেট পাড়া। ঝড়ের বেগে ভাইরাল হয়ে উঠছে তাঁর নতুন গানের।
ডান্স থেকে শুরু করে তাঁর সুপার হট লুক, সবই যেন এক কথায় ঝড় তুলছে ভক্তমহলের মনে। তার ওপর শ্রীকন্যা বলে কথা।
স্টারকিডের প্রেমে অনেকেই খাচ্ছেন হাবুডুবু। তবে ছেলেদের সাফ না জানাতে একটা তো কারণ নিঃসন্দেহে লাগে।
জাহ্নবীও নানা কারণ দেখিয়ে সেই সব সম্পর্কের হাতছানি কাটিয়ে কেরিয়ারে মন দিয়েছেন, সম্প্রতি এই নিয়ে মুখ খুললে তিনি।
সাফ জানালেন, তিনি অনেককেই সাফ না জানিয়েছিলেন, তবে একজনের ক্ষেত্রে তিনি যা কারণ দেখিয়েছিলেন, তা ছিল হাস্যকর।
তিনি জানিয়েছিলেন, যে তিনি ব্যস্ত রয়েছেন স্প্যানিস টেস্ট নিয়ে। তাই তিনি অন্য কোনও দিকে মন দিতে চান না।
তবে মজার কথা হল, এই পরীক্ষার কথা তিনি বেমালুম দুদিন পপর নিজেই ভুগে গিয়েছিলেন, যদিও এখনও জাহ্নবীর লাভলাইফে দেখা দেয়নি কোনও রাজপুত্র। তাই কেরিয়ারেই মন দিয়েছেন তিনি।