- Home
- Entertainment
- Bollywood
- পদে পদে আলিয়ার সঙ্গে তুলনা, একাধিকবার ট্রোলের মুখে পড়েও সপাট জবাব জাহ্নবীর
পদে পদে আলিয়ার সঙ্গে তুলনা, একাধিকবার ট্রোলের মুখে পড়েও সপাট জবাব জাহ্নবীর
- FB
- TW
- Linkdin
সবার শুরুটা ঠিক সমান হয় না। আলিয়া ভাট শুরু থেকেই যেভাবে ঝড়ের গতীতে একের পর এক হিট দিয়েছেন, তা হয়তো জাহ্নবীর রেকর্ডে নেই।
তাই বলেই যে ব্রাত্য এটা নয়। আবার তিনি যে আলিয়াকেই লক্ষ্য করে এগিয়ে যাচ্ছেন সেটাও নয়। সম্প্রতি এই নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর।
একের পর এক ছবি মুক্তির পর থেকেই তাঁকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে। আর প্রতিবারই এসেছে একটাই নাম, আলিয়া ভাট।
প্রতিযোগী নয়, আলিয়ার ফ্যান জাহ্নবী। ট্রোলাররা হয়তো ভেবেছিলেন কোথাও গিয়ে এই মন্তব্য পিছিয়ে দেবে জাহ্নবীকে।
কিন্তু তেমনটা হয়নি। উল্টে মন খুলে কথা বলে জাহ্নবী জানিয়েছিলেন তিনি নিজেই আলিয়াকে ভীষণ পছন্দ করেন।
স্টারকিড মানেই যে তাঁরা সিনে জগতে পা দিয়ে ছক্কা হাকাবে এমনটা মটেও নয়। যে পরিস্থিতিতে মা-কে হারিয়ে প্রথম ছবি মুক্তিতে হাজির ছিলেন তিনি, তা কেবল তিনি জানেন।
কার থেকে ভালো অভিনয়টা পারেন বা কার থেকে খারাপ তা নিয়ে বিন্দু মাত্র ভাবতে প্রস্তুত নয় জাহ্নবী কাপুর।
তার কথা কেবল একটাই, তিনি নিজের সেরাটা উজার করে দিয়েছেন। প্রতিটা ছবিতেই তিনি নিজের মন থেকে অভিনয় করে থাকেন।
অনেকেই তাঁকে প্রশ্ন করেন, তিনি কি বলিউডের দ্বিতীয় আলিয়া হওয়ার পথে পা বাড়াচ্ছেন, সেই প্রশ্নের উত্তরেও তিনি সাফ জানান, তিনি যতটা পারেন ঠিক ততটাই করার চেষ্টা করেন মাত্র।