জাহ্নবীকে দেখেই সারাজি বলে ডাক, প্রতিক্রিয়া কী ছিল স্টারকিডের
- FB
- TW
- Linkdin
২০১৮ সালে বলিউড পেয়েছিল দুই তারকা কন্যাকে। সারা আলি খান ও জাহ্নবী কাপুর। জাহ্নবী কাপুর ধড়ক ছবির মধ্যে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন।
সেই একই সময় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন সইফ আলি খান কন্যা সারা আলি খান। ছবির নাম ছিল কেদারনাথ।
শ্রীদেবী কন্যা হিসেবে দর্শকদের নজরে ছিলেন জাহ্নবীও। কিন্তু ধড়ক ছবি সেভাবে সাফল্যের মুখ দেখেনি। তবুও দুই তারকার মধ্যে টক্কর তুঙ্গে।
কড়া টক্করে সামিল হয়েছিলেন দুই তারকা। তবে কেদারনাথ ছবির জনপ্রিয়তাই বেশি প্রকট হয়ে দাঁড়ায়। মুহূর্তে প্রশংসিত হয়েছিল সারার ছবি।
এই দুই তারকাকে দেখানেই দেখেন পাপরাজিৎরা ঝাঁপিয়ে পড়েন ছবি তোলার জন্য। তারকাদের ক্ষেত্রে তা নতুন কিছু নয়।
এক ছবির প্রমোশনের কাজে হাজির হয়েছিলেন জাহ্নবী কাপুর। সেখানে যথারীতি পাপরাজিৎদের ছিল ঠাঁসা ভিড়।
ভ্যান থেকে বেড়িয়ে আসেন জাহ্নবী কাপুর। অমনই পাশ থেকে একজন পাপরাজিৎদের একজন বলে ওঠেন সারাজি সারাজি।
লক্ষ্য করেই অবাক হয়েছিলেন জাহ্নবী। কিন্তু তা কাউকে বুঝতেই দেননি তিনি। হাসি মুখে পাশ কাটিয়ে বেড়িয়ে গিয়েছিলেন।