- Home
- Entertainment
- Bollywood
- নগ্ন দেহ, কেবল বালিশে চাপা জনের গোপনাঙ্গ, বিপাশার ভাইরাল হটনেসকে কী গোপন চ্যালেঞ্জ জনের
নগ্ন দেহ, কেবল বালিশে চাপা জনের গোপনাঙ্গ, বিপাশার ভাইরাল হটনেসকে কী গোপন চ্যালেঞ্জ জনের
- FB
- TW
- Linkdin
জন আব্রাহাম আর বিপাশা বসুর মধ্যে সম্পর্ক বেশ কয়েক বছর টেকার পর শেষ রক্ষা হয়নি।
ভুল বুঝাবুঝি ও সম্পর্কের দূরত্বের কারণে একে অন্যের থেকে তারা সরে যেতে শুরু করেন।
যার মধ্যে অন্যতম কারণ হলো বিপাশা বসুর হটনেস। ঘনিষ্ঠ মুহূর্তে থেকে শুরু করে গভীর রাতে চুম্বন বিতর্কে জড়ায় নাম।
এর জেরেই বিপাশার সঙ্গে বিচ্ছেদ ঘটে জন আব্রাহামের। এরপর কেটে গিয়েছে বেশ কয়েক বছর।
যদিও বর্তমানে একজন অপরজনকে নিয়ে কোনোরকম মুখ খুলতে নারাজ। সম্পর্কের ক্ষেত্রেও তারা বেছে নিয়েছে মনের মানুষদের।
বর্তমানে করেন সিং গ্রোভারের সাথে ছুটি কাটাচ্ছে বিপাশা। সেখান থেকেই একের পর এক হট ছবি মুহূর্তে হয়ে উঠছে ভাইরাল।
যা ক্রমেই ঝড় তুলছে নেট দুনিয়ায়। করেনও বিপাশার জুটি বর্তমানে দুনিয়ার হটনেস ফান্ডা। তাই এবার বিপাশাকে করা টক্কর দিতে মাঠে নামলেন জন।
জন মানেই ফিট এন্ড ফাইন বলিউড হট স্টার। যার ফিগারে ফিদা মহিলা মহল। সেই সুপারস্টারই এবার সোশ্যাল মিডিয়ায় নজর কাড়তে হাজির।
শুধু বিপাশাই নয়, জনের উপজে এখনো ঝড় ওঠে ভক্ত হলে তা প্রমাণ করলেন তিনি। নগ্ন হয়ে কেবল একটি বালিশ চাপা দিয়ে দিলেন পোজ।
ঝড়ের বেগে ভাইরাল হয়ে গেল জনি নেই হট পোষ্ট, মুহূর্তে ভক্তদের তাক লাগালেন জন জানান দিলেন, হট আমেজে তিনি এখনও হিট।