- Home
- Entertainment
- Bollywood
- কাজলের কাছে অজয় ছিলেন বাবাজি-গুরুজি, প্রেমিক নিয়ে সমস্যা হলেই ছুঁটে যেতেন অজয়ের কাছে
কাজলের কাছে অজয় ছিলেন বাবাজি-গুরুজি, প্রেমিক নিয়ে সমস্যা হলেই ছুঁটে যেতেন অজয়ের কাছে
- FB
- TW
- Linkdin
হালচালের সেটে প্রথম সাক্ষাৎ। তারপর থেকেই কাজল ও অজয়ের বন্ধুত্ব তৈরি হয়।
তবে প্রথম অবস্থায় একে অন্যের সঙ্গে প্রেম এটা তাঁরা মেনেই নেননি। এমন কি কাজল তখন রীতিমত প্রেম করছে।
তিনি স্টার, যার ফলে জীবনে প্রস্তাব কম পাননি। শাহরুখ-কাজল জুটিও তখন হিট। এমনই পরিস্থিতিতে কী করতেন অজয়-কাজল দেখা করে।
প্রেম নিয়ে চলত জল্পনা। কোনও প্রেমকই ঠিক সহ্য হত না কাজলের। কিছু না কিছু সমস্যা থেকেই যেত।
মন খুলে কাকে বলবে বুঝতে পারতেন না। তখনই তিনি বেছে নেন অজয়কে। তাঁর কাছে অজয় ছিলেন গুরুজির মত।
অর্থাৎ লাভগুরু, যে সব সমস্যা নিয়ে খুলে কথা বলতে জানে। তাই কাজলও মন দিয়ে উপদেশ নিতেন।
এভাবেই গড়াতে থাকে বন্ধুত্ব। তৈরি হয় বিশ্বাস, আর সেখান থেকেই ভরসা। কবে যে তা প্রেমে পরিণত হয় তাঁরা বুঝতে পারেননি।
এমনই এক পরিস্থিতিতে দুজনেই বাড়িতে নিজেদের মনের কথা জানিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি কাজলের।
বাড়ির সকলের মত ছাড়াই বসতে হয় বিয়ের পিঁড়িতে। যদিও কেটে গিয়েছে ২২ বছর, তাঁদের সম্পর্কে এখনও কোনও আঁচ আসেনি।
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।