- Home
- Entertainment
- Bollywood
- সাংবাদিকের বিস্ফোরক তথ্যে বেরিয়ে এল করণ-এর কুকীর্তি, হুমকি ফোনের বিস্ফোরক তথ্য ফাঁস নেটদুনিয়ায়
সাংবাদিকের বিস্ফোরক তথ্যে বেরিয়ে এল করণ-এর কুকীর্তি, হুমকি ফোনের বিস্ফোরক তথ্য ফাঁস নেটদুনিয়ায়
- FB
- TW
- Linkdin
সুশান্তের মৃত্যুর পর থেকেই স্বজনপোষণ নিয়ে জোর জল্পনা দানা বেঁধেছে বি-টাউনের অন্দরে। প্রথম সারির বেশ কয়েকজনের নাম প্রকাশ্যে উঠে এসেছে, তাদের মধ্যে একজন হলেন করণ জোহর।
হুমকি যে প্রোফাইলগুলি থেকে আসছে সেখান থেকে ভুঁয়ো এবং আসল প্রোফাইলের সন্ধান করা হবে। তারপরই নেওয়া হবে পদক্ষেপ। ইতিমধ্যেই নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম ছেড়ে অন্য একটি প্রাইভেট অ্যাকাউন্ট খুলেছেন তিনি।
হুমকি, দলাদলি তার যে সহজাত তা আবারও প্রমাণ মিলেছে। বলিউডের প্রযোজক-পরিচালক করণের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বর্ষীয়ান সাংবাদিক।
তিনি জানিয়েছেন, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কোনও পুরস্কারের জন্য কেন মনোনীত হয়নি 'মাই নেম ইজ খান'? এই কারণের জন্যই একপ্রকার ফোনে হুমকি দিয়েছিলেন করণ জোহর
সাংবাদিক আরও জানিয়েছেন, ২০১০ সালে মুক্তি পেয়েছিল করণ জোহরের 'মাই নেম ইজ খান'। ছবি বক্স অফিসে হিট হলেও ২০১১ সালে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কোনও নমিনেশনে ছিল না এই ছিল না এই ছবি।
সাংবাদিক আরও জানিয়েছেন, ২০১০ সালে মুক্তি পেয়েছিল করণ জোহরের 'মাই নেম ইজ খান'। ছবি বক্স অফিসে হিট হলেও ২০১১ সালে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কোনও নমিনেশনে ছিল না এই ছিল না এই ছবি।
তিনি জানিয়েছেন, জুরি সদস্যদের মধ্যে ছিলেন অমল পালেকর। এমন হতে পারে সেই ছবিটি তার পছন্দ হয়নি। এছাড়াও সেই বছর শো এর সঞ্চালক ও পারফর্মারও ছিলেন শাহরুখ খান।
সমস্যা দানা বাঁধতে শুরু করেছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ঠিক তিনদিন আগে। এমনকী অনুষ্ঠানে বয়কটেরও হুমকি দেওয়া শুরু হয়েছিল।
তবে ছবির অভিনেতা শাহরুখ খানের কাছ থেকে কখনওই এমন কিছু মন্তব্য পাই নি।
সিনেমার সঙ্গে যুক্ত লোকজন যেমন ফোন করে বিরক্ত করা শুরু করেছিল, তেমনই করণ জোহরও ফোন করে রীতিমতো হুমকি দিয়েছিলেন, জানিয়েছেন প্রবীণ সাংবাদিক।