- Home
- Entertainment
- Bollywood
- উন্মুক্ত বেবিবাম্প দেখিয়ে গর্ভাবস্থায় 'YOGA'-তে হট পোজ, 'পাবলিসিটি স্টান্ট' বলে কটাক্ষ সাইবারবাসীর
উন্মুক্ত বেবিবাম্প দেখিয়ে গর্ভাবস্থায় 'YOGA'-তে হট পোজ, 'পাবলিসিটি স্টান্ট' বলে কটাক্ষ সাইবারবাসীর
- FB
- TW
- Linkdin
কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কাপুর খান। আপাতত গর্ভাবস্থার পুরো সময়টাই চুটিয়ে উপভোগ করছেন বলিউডের মম টু বি করিনা।
দ্বিতীয় সন্তান আসার আগেই পুরোনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে শিফট করেছেন সইফ-করিনা।
এই সময়টায় খুবই সচেতন থাকাটা জরুরি। তাই মা হওয়ার আগেই যোগাতে মত্ত করিনা কাপুর।
অন্তঃসত্ত্বা কালীনও নিজেকে ফিট রাখতে জোর কদমে চলছে শরীরচর্চা। দ্বিতীয় সন্তান আসার আগেই যোগাসনে ছবি শেয়ার করেছেন মাদার টু বি।
বেবিবাম্প উন্মুক্ত করে কালো পোশাকে যোগার ছবি পোস্ট করেছিলেন করিনা। হট যোগা মুভসে মুগ্ধ হয়েছিলেন সাইবারবাসী। কিন্তু সময় এগোতেই বদলে গেল ছবি।
যোগার ছবি পোস্ট করেই এবার ট্রোলিংয়ের শিকার হলেন বলিউডের গর্জিয়াস 'মম টু বি' করিনা কাপুর। 'দেশের সবচেয়ে স্টাইলিশ মা'-এর তকমা রাতারাতি বদলে গেল।
নেটিজেনরা করিনার এই যোগা ফোটোশ্যুটকে লোক দেখানো বলে কটাক্ষ করেছেন।এই ধরনের ফোটোশ্যুট করে করিনা দেখাতে চাইছেন সারা ভারতে উনি একাই অন্তঃসত্ত্বা হয়েছেন।
আবার অন্য একজন লিখেছেন, এটা করিনা কাপুরের 'পাবলিসিটি স্টান্ট'। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্যই তিনি এমনটা করেছেন।
সোশ্যাল মিডিয়ায় করিনার যোগার ছবি নিয়ে ইতিমধ্যেই মিমে ভরে গিয়েছে। একজন করিনার পাশে এক মহিলা শ্রমিকের ছবি দিয়ে তুলনা করেছেন, আপনি কাকে সম্মান করবেন। কারণ এটা কোনও সস্তার জিনিস নয়, সম্মান অর্জন করতে আগে জানতে হয়।
বাধাও হো ছবি দিয়ে মিম ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা মূহূর্তে নজর কেড়েছে নেটিজেনদের।
যদিও মিম,ট্রোল, কটাক্ষের কোনও জবাব দেননি করিনা। তৈমুরের সময় যেটা করতে পারেননি নবাব কাপল এবার সেটাই নাকি সফল নাকি করে দেখাবেন এই জুটি। তৈমুরের সময়কার ভুলই শুধরে নেওয়াই একমাত্র লক্ষ সইফিনার।