'Black' বডিকন -এ স্পষ্ট 'নাভি', বেল্টের উপর দিয়েই ফেটে বেরোচ্ছে করিনার 'BabyBump'
First Published Dec 16, 2020, 9:01 PM IST
৭ মাসের অন্তঃসত্ত্বা করিনা কাপুর আপাতত গর্ভাবস্থার পুরো সময়টাই চুটিয়ে উপভোগ করছেন। কয়েকদিন আগে স্পোর্টস ব্রা পরে উন্মুক্ত বেবিবাম্পের ছবি পোস্ট করে রাতারাতি নেটিজেনদের নজর কেড়েছিলেন করিনা। ফের শরীরের সঙ্গে লেগে থাকা আঁটোসাটো পোশাকে ভাইরাল হয়েছেন করিনা। পোশাকের উপর বেল্টের মধ্য দিয়েই যেন বেরিয়ে আসছে করিনার বেবিবাম্প, এমনকি নাভির আকারও স্পষ্ট ফুটে উঠছে। গর্ভাবস্থায় গ্ল্যামারাস লুকের গর্জিয়াস ছবি পোস্ট করে রাতারাতি লাইমলাইটে চলে এসেছেন বলিউডের মম টু বি করিনা।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন