'Black' বডিকন -এ স্পষ্ট 'নাভি', বেল্টের উপর দিয়েই ফেটে বেরোচ্ছে করিনার 'BabyBump'

First Published Dec 16, 2020, 9:01 PM IST

 ৭ মাসের অন্তঃসত্ত্বা করিনা কাপুর আপাতত গর্ভাবস্থার পুরো সময়টাই চুটিয়ে উপভোগ করছেন। কয়েকদিন আগে স্পোর্টস ব্রা পরে উন্মুক্ত বেবিবাম্পের ছবি পোস্ট করে রাতারাতি  নেটিজেনদের নজর কেড়েছিলেন করিনা। ফের শরীরের সঙ্গে লেগে থাকা আঁটোসাটো পোশাকে ভাইরাল হয়েছেন করিনা। পোশাকের উপর বেল্টের মধ্য দিয়েই যেন বেরিয়ে আসছে করিনার বেবিবাম্প, এমনকি নাভির আকারও স্পষ্ট ফুটে উঠছে। গর্ভাবস্থায় গ্ল্যামারাস লুকের গর্জিয়াস ছবি পোস্ট করে রাতারাতি লাইমলাইটে চলে এসেছেন বলিউডের মম টু বি করিনা।

<p>সদ্যই হিমাচল প্রদেশে ছুটি কাটিয়ে বাড়ি ফিরেছেন করিনা। ইদানিং বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ করিনা কাপুর। প্রতিনিয়তই কিছু না কিছু শেয়ার করেন নিজের ইনস্টাগ্রামে।</p>

সদ্যই হিমাচল প্রদেশে ছুটি কাটিয়ে বাড়ি ফিরেছেন করিনা। ইদানিং বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ করিনা কাপুর। প্রতিনিয়তই কিছু না কিছু শেয়ার করেন নিজের ইনস্টাগ্রামে।

<p><br />
৭ মাসের অন্তঃসত্ত্বা করিনা কাপুর। ফের শরীরের সঙ্গে লেগে থাকা আঁটোসাটো পোশাকে ভাইরাল হয়েছেন করিনা কাপুর খান।&nbsp;</p>


৭ মাসের অন্তঃসত্ত্বা করিনা কাপুর। ফের শরীরের সঙ্গে লেগে থাকা আঁটোসাটো পোশাকে ভাইরাল হয়েছেন করিনা কাপুর খান। 

<p><br />
পোশাকের উপর বেল্টের মধ্য দিয়েই যেন বেরিয়ে আসছে করিনার বেবিবাম্প, এমনকি নাভির আকারও স্পষ্ট ফুটে উঠছে।&nbsp;</p>


পোশাকের উপর বেল্টের মধ্য দিয়েই যেন বেরিয়ে আসছে করিনার বেবিবাম্প, এমনকি নাভির আকারও স্পষ্ট ফুটে উঠছে। 

<p>চেহারাতেও আমূল পরিবর্তন এসেছে অভিনেত্রীর। কয়েকদিন আগে স্পোর্টস ব্রা পরে উন্মুক্ত বেবিবাম্পের ছবি পোস্ট করে রাতারাতি &nbsp;নেটিজেনদের নজর কেড়েছিলেন।&nbsp;</p>

চেহারাতেও আমূল পরিবর্তন এসেছে অভিনেত্রীর। কয়েকদিন আগে স্পোর্টস ব্রা পরে উন্মুক্ত বেবিবাম্পের ছবি পোস্ট করে রাতারাতি  নেটিজেনদের নজর কেড়েছিলেন। 

<p>কালো রঙের থ্রি-কোয়ার্টার ফ্রকে দেখা গিয়েছে করিনাকে। খোলা চুলে গর্ভাবস্থার আভা যেন দ্বিগুন বেড়েছে।&nbsp;রেডিও চ্যাট শোয়ে হাজির হয়েছিলেন করিনা কাপুর । সেখানেই স্টুডিও বাইরে গর্জিয়াস লুকে দেখা গিয়েছে গর্জিয়াস 'মম টু বি' কে।</p>

কালো রঙের থ্রি-কোয়ার্টার ফ্রকে দেখা গিয়েছে করিনাকে। খোলা চুলে গর্ভাবস্থার আভা যেন দ্বিগুন বেড়েছে। রেডিও চ্যাট শোয়ে হাজির হয়েছিলেন করিনা কাপুর । সেখানেই স্টুডিও বাইরে গর্জিয়াস লুকে দেখা গিয়েছে গর্জিয়াস 'মম টু বি' কে।

<p><br />
গর্ভবস্থাতেও কাজ নিয়ে ব্যস্ত করিনা। এর মধ্যেই তৈমুরের যত্নও নিচ্ছেন বেবো। মাঝেমধ্যে নিজের শ্যুটিংয়েও নিজে যান তৈমুরকে।</p>


গর্ভবস্থাতেও কাজ নিয়ে ব্যস্ত করিনা। এর মধ্যেই তৈমুরের যত্নও নিচ্ছেন বেবো। মাঝেমধ্যে নিজের শ্যুটিংয়েও নিজে যান তৈমুরকে।

<p>প্রেগনেন্সিতেও ঠিকরে বেরোচ্ছে গ্ল্যামার। সকলেই তার রূপে মুগ্ধ। বলিউডের গ্ল্যামার আইকন করিনা কাপুরের নজরকাড়া 'বেবিবাম্প ফ্লন্ট' মুহূর্তে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।</p>

প্রেগনেন্সিতেও ঠিকরে বেরোচ্ছে গ্ল্যামার। সকলেই তার রূপে মুগ্ধ। বলিউডের গ্ল্যামার আইকন করিনা কাপুরের নজরকাড়া 'বেবিবাম্প ফ্লন্ট' মুহূর্তে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

<p><br />
গর্ভাবস্থাকালীনও তার গ্ল্যামার কমেনি বরং বেড়েছে। &nbsp;তৈমুরের সময়েও করিনার ফ্যাশন স্টেটমেন্ট নজর কাড়া ছিল, এবারও তেমনটাই হতে চলেছে। স্টাইলিশই শুধু নয়, নিজের গ্ল্যামার ধরে রাখতেও তিনি যে যথেষ্ঠ সচেতন,তা ছবিতেই স্পষ্ট।</p>


গর্ভাবস্থাকালীনও তার গ্ল্যামার কমেনি বরং বেড়েছে।  তৈমুরের সময়েও করিনার ফ্যাশন স্টেটমেন্ট নজর কাড়া ছিল, এবারও তেমনটাই হতে চলেছে। স্টাইলিশই শুধু নয়, নিজের গ্ল্যামার ধরে রাখতেও তিনি যে যথেষ্ঠ সচেতন,তা ছবিতেই স্পষ্ট।

<p><br />
অন্তঃসত্ত্বা অবস্থায় করিনার খুব যত্ন নিচ্ছেন সইফ। এমনকী শুটিং চলাকালীনও করিনার সঙ্গে দেখা গেছে সইফকে। পুরো সময়টাই করিনার পাশে রয়েছেন সইফ।</p>


অন্তঃসত্ত্বা অবস্থায় করিনার খুব যত্ন নিচ্ছেন সইফ। এমনকী শুটিং চলাকালীনও করিনার সঙ্গে দেখা গেছে সইফকে। পুরো সময়টাই করিনার পাশে রয়েছেন সইফ।

<p>সম্প্রতি ক্লিনিকের বাইরে সইফের সঙ্গে দেখা গেছে করিনাকে, তবে কী খুব শীঘ্রই আসতে চলেছে পতৌদি পরিবারের দ্বিতীয় সন্তান, বাড়ছে জল্পনা। সূত্রের খবর, রুটিন চেক আপের জন্যই হাসাপতালে গিয়েছিলেন সইফ-করিনা। এখনও পর্যন্ত ডেলিভারির তারিখ জানা যায়নি।&nbsp;</p>

সম্প্রতি ক্লিনিকের বাইরে সইফের সঙ্গে দেখা গেছে করিনাকে, তবে কী খুব শীঘ্রই আসতে চলেছে পতৌদি পরিবারের দ্বিতীয় সন্তান, বাড়ছে জল্পনা। সূত্রের খবর, রুটিন চেক আপের জন্যই হাসাপতালে গিয়েছিলেন সইফ-করিনা। এখনও পর্যন্ত ডেলিভারির তারিখ জানা যায়নি। 

Today's Poll

একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন