অবশেষে চল্লিশে স্বপ্নপূরণ, নিজেকে ধরে রেখে আজও বলিউড কাঁপাচ্ছেন করিনা
| Published : Feb 22 2020, 04:15 PM IST
অবশেষে চল্লিশে স্বপ্নপূরণ, নিজেকে ধরে রেখে আজও বলিউড কাঁপাচ্ছেন করিনা
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
বলিউডে পা রেখেছেন করিনা ২০ বছর হল। এরই মাঝে সেরার সেরা ছবি দিয়ে তিনি এখন সুপারস্টার।
210
একদিকে ছবির ফ্লোর অন্য দিকে ফ্যাশন শো দুই একাধারে সামলাচ্ছেন করিনা কাপুর। এক কথায় নতুনদের টেক্কা দিয়ে চলেছেন পুরোদমে।
310
একের পর এক ছবির প্রস্তাব এখন তাঁর হাতে। তবে বহু ব্লকবাস্টার ছবি করলেও করিনার স্বপ্নের চরিত্রে মেলেনি এতদিন।
410
অবশেষে চল্লিশের গন্ডি পেরিয়ে করিনা কাপুরের হল স্বপ্ন পূরণ। এক লন্ডন পুলিশের ভূমিকাতে পাঠ করার ছিল ইচ্ছে।
510
আঙ্গরেজি মিডিয়াম ছবির প্রস্তাব আসতেই তাই মুহূর্তে সম্মতি জানিয়েছিলেন করিনা কাপুর। বর্তমানে সেই ছবির কাজ নিয়েই ব্যস্ত তিনি।
610
বর্তমানে এক রেডিও শো-এর মধ্যে দিয়েও নিজেকে মেলে ধরেছেন বেবো। সকল সেলিব্রিটির মনের কথাই যেন এই শো-তে ফাঁস হচ্ছে মুহূর্তে।
710
কয়েকদিন আগেই এই শো-তে ডাক পেয়েছিলেন তাঁর কন্যা সারা আলি খান। সারার সঙ্গে খোলামেলা আলোচনা করেছিলেন এদিন করিনা।
810
মেয়ের প্রাক্তন বয়ফ্রেন্ডের সঙ্গেও ফ্যাশন শো-তে সম্প্রতি হেঁটেছেন তিনি। সেখানেই সাদা পোশাকে তাক লাগিয়েছিলেন করিনা কাপুর।
910
তৈমুরকে নিয়ে এখন বেশ সময় কাটছে করিনা কাপুরের। জমিয়ে সংসার করার পাশাপাশি বাইরের জগতও সামলাচ্ছেন তিনি।
1010
ত্বকের জেল্লা ধরে রাখার পাশাপাশি ফিগার মেইনটেইন করে আজও লাস্যময়ী করিনা কাপুর। পর্দা. আজও বাজিমাত করে থাকেন তিনি।