- Home
- Entertainment
- Bollywood
- বিছানায় চরম ঘনিষ্ঠতার আগে এই ৩ জিনিস চাই করিনার, ফাঁস হল নবাব বধূর 'Bedroom Secret'
বিছানায় চরম ঘনিষ্ঠতার আগে এই ৩ জিনিস চাই করিনার, ফাঁস হল নবাব বধূর 'Bedroom Secret'
- FB
- TW
- Linkdin
দ্বিতীয়বার ফুটফটে পুত্র সন্তানের মা করিনা কাপুরের গোপনীয়তা ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
৪০ বছর বয়সী অভিনেত্রী করিনার বিছানায় শোবার আগে এই ৩ টে জিনিস চাই ই চাই।
সাক্ষাৎকারে করিনা জানিয়েছেন, আমি ঘুমোতে যাওয়ার আগে তিনটি জিনিস নিয়ে বিছানায় যাই। প্রথমত, এক বোতল ওয়াইন, পায়জামা এবং স্বামী সইফ আলি খান।
বেবো আরও জানিয়েছেন, এর চেয়ে ভাল আর কিছু হতে পারে না বলেও জানিয়েছেন করিনা।
তবে নবাব বধূর বেডরুম সিক্রেট ফাঁস হতেই লজ্জায় রাঙা বলিউডের ফ্যাশন আইকন করিনা কাপুর খান।
২০১২ সালে বিয়ে হয় করিনা-সইফের। তারপর থেকে ৯ বছর ধরে চুটিয়ে সংসার করছেন নবাব কাপল।
বছরে দুবার তারা ঘুরতে যান। সমুদ্র সৈকত হোক কিংবা সুইজারল্যান্ড, নিজেদের কোয়ালিটি টাইম কাটানোর জন্য সর্বদা তার পছন্দের ডেস্টিনেশনে পাড়ি জমান।
দ্বিতীয় সন্তান জন্মের পর এই প্রথম একরত্তির ছবি সামনে আনলেন করিনা। ভাইয়ের সঙ্গে খেলতে ব্যস্ত দাদা তৈমুর আলি খান।