কোনও হ্যান্ডসাম পুরুষ নন, ইনিই হলেন করিনার 'Crush', সিক্রেট ফাঁস ফ্যাশন আইকনের
First Published Dec 19, 2020, 1:03 PM IST
বলিউডের 'বেবো' গর্ভাবস্থায় সবসময়েই শিরোনামে রয়েছেন। ইদানিং বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ করিনা কাপুর। প্রতিনিয়তই কিছু না কিছু শেয়ার করছেন নিজের ইনস্টাগ্রামে। ৭ মাসের অন্তঃসত্ত্বা করিনা কাপুর আপাতত গর্ভাবস্থার পুরো সময়টাই চুটিয়ে উপভোগ করছেন। অন্তঃসত্ত্বার শুরুর দিন থেকেই 'ফ্যাশন গোলস' দিচ্ছেন করিনা। কিছুদিন আগেই নিজের জীবনের প্রিয় তিন পুরুষের সঙ্গে খুল্লামখুল্লা ছবি পোস্ট করে লাইমলাইটে এসেছিলেন বলিউডের মম টু বি করিনা। এবার নিজের ক্রাশের সঙ্গে ভক্তদের পরিচয় করালেন অভিনেত্রী। হলি কিংবা বলির কোনও হ্যান্ডসাম পুরুষ নন তিনি, চিনে নিন সেক্সি মাম্মার 'Secret Crush'-কে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন