'জামাকাপড় পরাটা আগে শিখুন', পিঠখোলা ব্যাকলেসে কটুক্তি করিনাকে
- FB
- TW
- Linkdin
স্টাইল স্টেটমেন্ট ও ফ্যাশনের দিক থেকে করিনা কাপুরের নাম সবার প্রথমেই উঠে আসে। তবে স্টাইল যখন সবকিছুকে ছাঁপিয়ে যায়, তখনই বিপত্তি।
ইভেন্ট অনুষ্ঠানে করিনা তার নিজের ড্রেসের স্টাইলিংয়ের জন্য কটাক্ষের মুখে পড়েছিলেন। অনুষ্ঠানে তার ড্রেস কেমন হওয়া উচিত ছিল, তা বুঝতে নাকি তিনি অক্ষম ছিলেন।
বেশ কয়েক বছর আগে একটি ইভেন্ট অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন করিনা, যেখানে বিভিন্ন জায়গার তরুণ প্রতিভারা সম্মানিত হয়েছিল। এই পুরস্কার অনুষ্ঠানে করিনাও সম্মানে ভূষিত হয়েছিলেন।
করিনা কাপুরকে যুব আইকন অব দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছিল। এই পুরস্কার নিতে মঞ্চে উঠতেই সকলেই হতবাক হয়ে যায় করিনাকে দেখে।
এই অনুষ্ঠানে অন্যান্য সকলেই সাধারণ পোশাকে হাজির হয়েছিলেন। করিনাও শাড়ি পড়েছিলেন।
ইভেন্ট অনুষ্ঠানের জন্য বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীষ মলহোত্রার ডিজাইন করা পিচ-সাদা গোলাপী শাড়িতে রীতিমতো ঝড় তুলেছিলেন করিনা।
শাড়ির সঙ্গে মানানসই ব্যাকলেস ব্লাউজ তিনি দেখতে গর্জিয়াস লাগলেও সাহসী পোশাকের জন্য নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছিলেন করিনা।
শাড়ির গর্জিয়াস লুক ইভেন্টের সঙ্গে কোনওভাবেই খাপ খায়নি বলেই ছবি ভাইরাল হতেই ট্রোলের মুখে পড়েছিলেন করিনা।
নেটিজেনরা অনেকেই তাকে জামাকাপড় পড়তে শেখার অনুরোধও জানিয়েছিলেন। কেউ আবার বলেছিলেন এটি কোনও চলচ্চিত্রের পুরস্কার নয়।
সম্প্রতি মুম্বইতে নয়, বরং পতৌদি প্রাসাদে সময় কাটাচ্ছেন করিনা। কারণ তার আসন্ন ছবি 'লাল সিং চাড্ডা'র শুটিং চলছে দিল্লিতে।