- Home
- Entertainment
- Bollywood
- আর জল্পনা নয়, নারী দিবসে ছোট ছেলের ছবি শেয়ার করে ভক্তদের সারপ্রাইজ দিলেন করিনা
আর জল্পনা নয়, নারী দিবসে ছোট ছেলের ছবি শেয়ার করে ভক্তদের সারপ্রাইজ দিলেন করিনা
- FB
- TW
- Linkdin
তৈমুর জন্ম লগ্ন থেকেই হয়ে উঠেছিল ভাইরাল। পাপরাজিৎদের ভিড়ে রীতিমত ক্ষেপে উঠেছিল নবাব পরিবার।
জন্মের কয়েকমুহূর্তেই তৈরি হয় ফ্যান পেজ। হাসপাতাল থেকে একাধির ছবি হয়ে যায় লিক।
তবে এবার বিরুষ্কার পথ অনুসরণ করেই কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন নবাব পরিবার। যাতে বেজায় মন ভেঙেছিল করিনা ভক্তদের।
জন্মের পর প্রকাশ্যে আসবে না সন্তানের ছবি। ফলে বেশ ভেঙে পড়েছিলেন তাঁরা।
করিনা কাপুর যখন সদ্যজাতকে নিয়ে বাড়ি ফিরছিলেন, তখনও একচা ছবির জন্য পাপরাজিৎরা কাঁচের ওপর ভিড় জমায়।
তাতেও খুব একটা লাভ হয়নি। যার ফলে করিনা কাপুর এবার নিজেই সকলকে সারপ্রাইজ দিলেন।
তৈমুরের ভাইয়ের অপেক্ষায় নাজেহাল ভক্তমহল, কখনও তৈমুর কখনও আবার সইফের ছবিতে মেতে ছিলেন।
সেই অপেক্ষার অবসান ঘটালেন করিনা কাপুর। নারী দিবসে শুভেচ্ছা জানাতেই মা-লুকে ধরা দিলেন বেবো।
শেয়ার করলেন তাঁর নবজাতক সন্তানের ছবি। মুহূর্তে তা নেট দুনিয়ায় হয়ে উঠল ভাইরাল।
ছবি দেখা মাত্রই উচ্ছসিত ভক্তমহল শুভেচ্ছায় আবারও ভরিয়ে দিল করিনা কাপুরকে।