- Home
- Entertainment
- Bollywood
- 'PUB' গিয়ে প্রকাশ্যেই কষিয়ে থাপ্পড়, ক্যাটরিনার জন্যই কি রণবীরকে চড় মেরেছিলেন সলমন
'PUB' গিয়ে প্রকাশ্যেই কষিয়ে থাপ্পড়, ক্যাটরিনার জন্যই কি রণবীরকে চড় মেরেছিলেন সলমন
- FB
- TW
- Linkdin
সম্পর্ক, বিচ্ছেদ, মারামারি, হুমকি এই সব বিষয়েই পেজ থ্রি-র শিরোনামে থাকেন সলমন খান।
তখনও পর্যন্ত রণবীর কাপুর তারকা হননি। সূত্র থেকে জানা গেছে, দাবাং ও রেডি -র মতো ব্যাক টু ব্যাক ব্লকব্লাস্টার ছবি উপহার দেওয়ার পর সঞ্জয় দত্তর সঙ্গে মুম্বইয়ের একটি পাবে পার্টিতে মত্ত ছিলেন সলমন।
সেই পাবটিতে রণবীর কাপুরও তার বন্ধুদের নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। এর পরেই সলমন ও রণবীরের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। এমনকী পাবের মাঝখানেই দুজনে হাতাহাতিও শুরু করে দিয়েছিলেন।
এক কথার থেকে অন্য কথা বাড়তেই ঝামেলা আরও বেড়ে যায়। এবং সলমনের ক্ষোভও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারপরেই রেগে গিয়ে রণবীরকে সপাটে চড় মারেন সলমন।
ঝামেলা এতটাই বেড়ে গিয়েছিল যে মাঝে সঞ্জয় দত্ত এসে দুজনকে আলাদা করেছিল, এবং রণবীর কাপুরও পাব ছেড়ে বেরিয়ে গিয়েছিল।
সূত্র থেকে পরে জানা গেছে, সলমন খানের বাবা সেলিম খান পরে ঋষি কাপুরের কাছে ছেলের হয়ে ক্ষমা প্রার্থনা করে একটি চিঠিও পাঠিয়েছিলেন।
তারপর থেকেই সলমন ও রণবীরের সম্পর্ক ঠিকঠাক ছিল না। তারপরই এই ঝগড়াই নয়া মোড় নেয় ক্যাটরিনা কাইফের এন্ট্রি।
একদিকে সলমনের সঙ্গে ক্যাটের ঘনিষ্ঠতা, অন্যদিকে রণবীরের সঙ্গে ক্যাটরিনার গুজবে তোলপাড় হয়েছিল গোটা বি-টাউন।
যদিও সলমন কিংবা রণবীর কারোর সঙ্গে সম্পর্ক বেশিদিন টেকেনি ক্যাটরিনা কাইফের।