প্রেমিকের মধ্যে এই তিন গুণ থাকা চাই-চাই, কার সঙ্গে গোপনে ডেট করছেন কিয়ারা
| Published : Mar 10 2020, 05:00 PM IST / Updated: Mar 10 2020, 05:01 PM IST
প্রেমিকের মধ্যে এই তিন গুণ থাকা চাই-চাই, কার সঙ্গে গোপনে ডেট করছেন কিয়ারা
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
বলিউডে পা রাখার পর থেকেই সকলের নজর কেড়েছেন কিয়ারা আডবানি।
210
ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন কার সঙ্গে গোপনে ডেটিং সারছেন এই অভিনেত্রী। সম্প্রতি কিয়ারার সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে।
310
বর্তমানে একাধিক ছবি কিয়ারার হাতে। শেরশাহ, লক্ষ্মীবম্ব ছবির কাজ নিয়ে ব্যস্ত তিনি।
410
বর্তমানে তিনি সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে গোপনে ডেটিং করছেন তিনি।
510
এই নিয়ে এখন বি-টাউনে জল্পনা তুঙ্গে। মাঝে মধ্যেই তাঁদের দেখা যায় একই সঙ্গে।
610
যদিও প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে কিছুই জানাননি এই তারকারা।
710
কিয়ারা বরাবরই তাঁর প্রেমিকের মধ্যে তিনটি জিনিস চেয়ে এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে যা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন তিনি।
810
সৎ হতে হবে কিয়ারার প্রেমিককে। তারই মধ্যে কিয়ারার সঙ্গে মজাও করতে হবে।
910
কিয়ারার প্রেমিক হতে গেলে মন থেকে ভালো হতে হবে, হতে হবে দয়ালু। তাও স্পষ্ট জানান অভিনেত্রী।
1010
তবে কী এই সবগুণই কিয়ারা পেয়েছেন সিদ্ধার্থের মধ্যে। তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে।