- Home
- Entertainment
- Bollywood
- মারাঠিদের প্রতি অপমানজনক মন্তব্য কুমার শানুর ছেলে জানের, বিগ বস-এর বিরুদ্ধে দর্শকমহল
মারাঠিদের প্রতি অপমানজনক মন্তব্য কুমার শানুর ছেলে জানের, বিগ বস-এর বিরুদ্ধে দর্শকমহল
- FB
- TW
- Linkdin
দিনরাত প্রায় তাঁরই ব্যাপারে ভেবে যাচ্ছেন তিনি। রাহুল, নিশান্ত, জান এবং নিক্কি বাড়ির একটি গ্রুপ। তাঁদের মধ্যে বন্ডিংও বেশ স্ট্রং।
তবে এই স্ট্রং বন্ডিংই যে জানের জন্য কখন প্রেমে বদলে গিয়েছে তা তিনি নিজেও বোঝেননি। নিক্কির প্রেমে পড়ছেন জান।
বিগ বস হাউজে সবেমাত্র ঢুকতেই নিক্কির সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে জানের। তবে বন্ধু হিসাবে। তবে এই কথা জান বলেননি। এ কথা, বলছিলেন বাড়ির সিনিয়র সিদ্ধার্থ শুক্লা, গৌহর খান এবং হিনা খান।
তবে এই প্রেম এখন বদলেছে তিক্ততায়। সেই তিক্ততায় জেরেই কি এক বেফাঁস মন্তব্য করে ফেলেছেন।
মারাঠি ভাষা নিয়ে অপমানজনক মন্তব্য করে ফেলে ক্ষমা চাইতেও বাধ্য হয়েছেন জান। নিক্কি এবং রাহুলের সঙ্গে কথা বলতে গিয়েই এ কথা বলেছিলেন তিনি।
নিক্কি এবং রাহুল মারাঠি ভাষায় কথা বলার সময়, জান চিৎকার করে বলে ওঠে, 'এই ভাষা কথা বলো না। আমায় অসহ্য লাগে'।
এই ক্লিপ প্রকাশ্যে আসতেই বিগ বস-১৪-র বিরুদ্ধে সুর তোলে সাইবারবাসীরা। অনুষ্ঠাটি ব্যান করার রব তুলেছে অনেকেই।
জান ক্ষমা চাইলেও। তাঁর উপর ক্ষেপে রয়েছে মারাঠি দর্শকরা। তারা জানকে আপাতত অনুষ্ঠানটিতে একেবারেই দেখতে প্রস্তুত নয়।