রণবীরের রাসলীলা, আলিয়ার আগে একাধিক বলিউড নায়িকার সঙ্গে সম্পর্ক
পর্দায় যতটা রোম্যান্টিক বাস্তবেও ঠিক ততটাই রোম্যান্টিক বলিউড স্টার রণবীর কাপুর। একাধিক নায়িকার সঙ্গে চলেছিল তাঁর মন দেওয়া নেওয়ার খেলা। কখনও তা প্রকাশ্যে, কখনও আবার গোপনে। বিয়েও স্থির হয়েছিল বেশ কয়েকবার। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্কের জল বেশিদূর গড়াতে পারেনি রণবীর কাপুরের।
110

রণবীর কাপুর মানেই এক কথায় রোম্যান্টিক হিরো। পর্দার মতনই তাঁর ব্যক্তিগত জীবনও রঙিন।
210
বলিউডে পা রাখার পরি তিনি মন চুরি করেছিলেন প্রথম নায়িকা সোনাম কাপুরের। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি।
310
এরপরই জীবনে আসেন দীপিকা পাড়ুকোন। তাঁর সঙ্গে সম্পর্ক বেশ কয়েকবছর স্থায়ী ছিল। রণবীরের নামে দীপিকা ট্যাটুও বানিয়েছিলেন।
410
তবে সে সম্পর্কও স্থায়ী হয়নি। সম্পর্ক ভাঙায় ভেঙে পড়েছিলেন দীপিকা পাড়ুকোনে।
510
এরই মধ্যে রণবীর কাপুর খুঁজে নেন ক্যাটরিনাকে। তাঁর সঙ্গে চলতে থাকে প্রেমপর্ব। বিয়ে করবেন তাঁরা, পরিবার পর্যন্ত গড়ায় কথাবার্তা।
610
তবে সেই সম্পর্কও স্থায়ী হয় না। এরই মাঝে বেশ কিছু বলিউড অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন তিনি।
710
তাঁর জীবনে এসেছিলেন শ্রতি হাসান। তাঁর সঙ্গেও বেশ কিছুদিন প্রেম করেছিলেন রণবীর।
810
এরপরই আসে নার্গিসের পালা। তাঁর সঙ্গেও ঘুরতে দেখা যায় রকস্টার ছবির পর থেকেই।
910
এরপর রণবীরের জীবনে আসেন আলিয়া ভাট। সেখানেই আপাতত ইতি টেনেছেন রণবীর। বাইরে ঘোরা থেকে বিয়ে নিয়ে কথা বার্তা, এখনও পর্যন্ত সবই রয়েছে ঠিক।
1010
ব্রহ্মাস্ত্র ছবির মুক্তির পরই বিয়ে করতে পারেন তাঁরা। জল্পনা এখন তুঙ্গে।
Latest Videos