- Home
- Entertainment
- Bollywood
- সুশান্তের মৃত্যু তদন্তে বয়ান দিলেন মহেশ ভাট, থানার সামনে পাপারাৎজির ক্যামেরায় পরিচালক
সুশান্তের মৃত্যু তদন্তে বয়ান দিলেন মহেশ ভাট, থানার সামনে পাপারাৎজির ক্যামেরায় পরিচালক
- FB
- TW
- Linkdin
মহেশ ভাটকে সুশান্তের মৃত্যুর এত পর কেন ডাকা হল। এই নিয়ে ক্ষোভ উগের দিচ্ছে ভক্তরা। মহেশ ভাটকে স্যান্টাক্রজ থানার সামনে দেখা যায়।
ফেস শিল্ড এবং মাস্ক পরে মহেশ ভাটকে যেন চেনা দায় হয়ে উঠেছে। তড়িঘড়ি থানা থেকে বেরিয়ে গাড়িতে উঠছেন পরিচালক। সুশান্তের মৃত্যুর পর নানা অভিযোগের ভাগিদার হয়েছেন তিনি।
তবুও সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে বিরত থাকেননি ভাট সাব। বরং পরোক্ষভাবে নানা পোস্টের মাধ্যমে বিরোধিদের তোপ দেগেছিলেন তিনি।
তবে ভুল করেও কোনও ভাবেই জনসমক্ষে আসেননি তিনি। খুনের হুমকি পেয়ে চলেছে প্রায় এক মাস ধরে। অবশেষে জেরার ডাক পেয়েই বাড়ি থেকে বেরিয়ে ক্যামেরায় ধরা দিলেন মহেশ।
নিজের অফিসিয়াল বয়ান রেকর্ড করার পরই শোরগোল বিনোদন জগতে। প্রসঙ্গত, করণ জোহারের ম্যানেজারের সঙ্গেও ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। তিনিও প্রয়োজন পড়লে পুলিশের ডাকে জেরার জন্য হাজির হবেন।
গোটা দেশ সহ গুটি কতক তারকারাও ব্যক্ত করেছেন, সুশান্তকে মানসিক অবসাদে ঠেলে দেওয়ার কারণ হিসেবে দায়ী বলিউডের মাফিয়া গ্যাং।
এই গ্যাংয়ের মধ্যে শীর্ষেই নাম রয়েছে করণ জোহার এবে মহেশ ভাটের। নেটিজেনরা পূর্বে এই প্রশ্ন তোলে, মহেশ ভাটের সঙ্গে রিয়ার কি এমন সম্পর্ক ছিল যে প্রেমিকের দুরাবস্থায় তাঁকে একা ছেড়ে দিয়ে চলে আসেন মহেশ ভাটের কথায়।
মহেশ ভাটের ঘনিষ্ঠ মহলের একজন লেখিকা সুরিতা সেনগুপ্ত, রিয়া-সুশান্তের সম্পর্ক এবং সুশান্তের মানসিক অবস্থা নিয়ে মুখ খোলেন।
তাঁর কথায়, সুশান্ত নানা রকম আওয়াজ শুনতে পেতেন, বারবার বলতেন, কারা নাকি তাঁকে মারতে চায়। রিয়া এই বিষয় নাকি বেশ ভয় পেয়ে গিয়েছিলেন।
যদিও সুরিতার কথায়, রিয়া একাধিকবার সুশান্তকে সাহায্য করার চেষ্টা করেন, তাঁর পাশে থাকার চেষ্টা করেন। সুশান্তই নাকি তাঁকে দূরে ঠেলে দেন।