- Home
- Entertainment
- Bollywood
- দুই দশক পর ছাইয়া ছাইয়া লুকে ধরা হট মালাইকা, ২৩-র আগের লুককে বুড়ো আঙুল দেখিয়ে গ্ল্যামার তুঙ্গে
দুই দশক পর ছাইয়া ছাইয়া লুকে ধরা হট মালাইকা, ২৩-র আগের লুককে বুড়ো আঙুল দেখিয়ে গ্ল্যামার তুঙ্গে
- FB
- TW
- Linkdin
সালটা ছিল ১৯৯৮, নব্বই দশকের সর্বাধিক জনপ্রিয়গান ছাইয়া ছাইয়া প্রকাশ্যে আসে।
শাহরুখ খানও মালাইকা আরোরা জুটি, ঝড়ের বেগে ভাইরাল হয়ে ওঠে এই দুই সুপারস্টার। চলন্ত ট্রেনে চেপে উদ্দাম নৃত্য।
সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ে মালাইকা আরোরার নাম। স্টানিং ডান্স ও ঠুমকাতে মুহূর্তে তিনি মন জয় করেছিলেন সকলের।
লকডাউনেই আরও স্পষ্ট হয়ে দাঁড়ায়। এই দুই একাধিকবার নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন।
কিন্তু মালাইকা আরোরা হলেন এই ক্ষেত্রে ব্যতিক্রমী। সকলের দিনে দিনে বয়স বাড়ে।
মালাইকার ক্ষেত্রে উল্টো যতই দিন যাচ্ছে, ততই কমছে তার বয়, বাড়ছে গ্ল্যামার। ঝড়ের বেগে ভাইরাল হলেন তিনি।
দুই দশক গড়িয়ে একই লুকে ফোটোশ্যুটে ধরা দিলেন মালাইকা। সেই ছবি চোখে পড়তেই মনে পড়ে গেল ছাইয়া ছাইয়ার কথা।
কিন্তু কোথায় সেই পুরোনো মালাইকা। পাশাপাশি দুই ছবি বসালে এক কথায় চেনা দায়।
রূপে চোখ ঝলসে যাওয়ার উপক্রম, মালাইকার ক্রিমি স্কিন ও স্টানিং লুকে সোশ্যাল মিডিয়ার চক্ষু ছানাবড়া।
মালাইকা হট পোজে হয়ে উঠলেন আরো গর্জিয়াস, রাজস্থানী লুকে ভাইরাল হয়ে ওঠা সেলেবের নয়া লুকে চর্চা তুঙ্গে।