- Home
- Entertainment
- Bollywood
- 'বয়সটা আর কোনওভাবেই লুকোতে পারলেন না মালাইকা ', ছবিতে চেনা দায় অভিনেত্রীকে
'বয়সটা আর কোনওভাবেই লুকোতে পারলেন না মালাইকা ', ছবিতে চেনা দায় অভিনেত্রীকে
- FB
- TW
- Linkdin
সম্প্রতি লকডাউনের মধ্যে নেটদুনিয়া উত্তাল হয়েছে মালাইকাকে নিয়ে। ফ্যাশন স্টেটমেন্টে আইকনের বদলে ট্রোলের মুখে পড়েছেন অভিনেত্রী। যদিও মাঝেমধ্যেই নিজের ফ্যাশন নিয়ে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।
সম্প্রতি মালাইকার নো মেক আপ লুকের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। বলি ফ্যাশনিস্তা এই হাল দেখেই চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের।
ছেলে আরহানের সঙ্গে গত তিনমাস ধরেই বাড়িতে রয়েছে মালাইকা। আর বাড়িতে থাকাকালীন অভিনেত্রীর যা চেহারা হয়েছে তা দেখে চেনা দায়।
তিনমাসের বেশি সময় ধরে বাড়িতে থেকে একপ্রকার বিরক্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। কবে শেষ হবে এই সময় তাও জিজ্ঞাসা করেছেন।
ফিটনেস ফ্রিক এই অভিনেত্রী স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন। সম্প্রতি করোনা মোকাবিলায় তিন মাসেরও বেশি সময় ধরে বাড়িতেই রয়েছেন তিনি। আর সময় কাটানোর জন্য ভক্তদের সঙ্গে হেলথ টিপস শেয়ার করে নিচ্ছেন মালাইকা।
রান্নাঘরে এমন অনেক ম্যাজিক রয়েছে যা শরীর-স্বাস্থ্যকে সুস্থ রাখে। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হল মেথি ও জিরা। প্রতিদিন রাতে একটি গ্লাসে এক চামচ করে মেথি ও জিরা ভিজিয়ে রেখে পরের দিন সকালে সেটি ছেঁকে জলটা খেয়ে নিন। আর নিজেই ম্যাজিকটা দেখুন।
মালাইকা আরও জানিয়েছেন, মেথি ও জিরার জল শরীর থেকে বিষাক্ত পদার্থ বার করে দেয়। এর পাশাপাশি হজম সিস্টেমও মজবুত করে।
জল কীভাবে খেতে হবে তা নিয়ে টিপস দিয়েছেন মালাইকা। তিনি জানিয়েছেন জল সবসময় বসে খাবেন। দাঁড়িয়ে কখনওই জল পান করবেন না। কারণ বৈজ্ঞানিক ভাবে জানা গেছে, বসে জল খাওয়া শরীরের জন্য উপকারী। এতে শরীরকে হাইড্রেট করে।
সম্প্রতি যে ছবিটা তিনি পোস্ট করেছেন , সেখানে তার বয়সটা পুরোপুরি বোঝা যাচ্ছে। সেই ছবি পোস্টের পরই আক্রমণের মুখে পড়েন মালাইকা। জিম করে রোগা হয়ে শরীর যেমন ফিট রাখা যায়, তেমনি মেক আপ করে কিন্তু নিজের বয়সটা লুকানো যায় না তা বুঝিয়ে দিয়েছেন নেটিজেনরা।
যদিও নেটিজেনদের সমালোচনাতে কোনও মন্তব্যও করেননি মালাইকা।
বর্তমানে অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। কবে সাতপাকে বাঁধা এই খবরে টিনসেল টাউন সরগরম থাকলে তারা সেভাবে এখনও মুখ খোলেন নি।