- Home
- Entertainment
- Bollywood
- অর্জুনের পরই করোনায় মালাইকা, প্রেমিকের থেকে কীভাবে সংক্রমণ, ট্রোলে ভরছে নেটপাড়া
অর্জুনের পরই করোনায় মালাইকা, প্রেমিকের থেকে কীভাবে সংক্রমণ, ট্রোলে ভরছে নেটপাড়া
সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় আলোচনার কেন্দ্রে আসা মানেই তা থেকে মুহূর্তে সৃষ্টি মিম, ট্রোলের শিকার হতে হয় তারকাদের। বলিউড সেলেবদের ক্ষেত্রে তা নতুন কিছু নয়। এবার তেমনই পরিস্থিতির সন্মুখীন হতে হল মালাইকাও অর্জুন কাপুরকে...

রবিবার সকালেই মিলেছিল খবর, করোনায় আক্রান্ত হয়েছেন অর্জুন কাপুর। বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।
এই খবর ছড়িয়ে পড়ার পরই নেট পাড়ার একাংশ উত্তেজনা সৃষ্টি করেছিলেন, মালাইকা কেমন আছেন! তাঁরও টেস্ট করানো প্রয়োজন।
লকডাউনে তাঁরা একই সঙ্গে লিভইন করছেন। যার ফলে একই বাড়িতে থাকার সুবাদে মালাইকার শরীরেও কোভিড মেলার সম্ভাবনা রয়েছে।
এরই কয়েকঘণ্টা কাটতে না কাটতেই তেমনই খবর সামনে আনলেন মালাইকা। জানালেন তিনিও করোনা পজিটিভ।
এই খবর সামনে আসার পরই হাসির রোলে ভরতে থাকে নেট পাড়া। কেন কীভাবে কখন মালাইকার দেহে করোনা এলো, তা নিয়ে চলতে থাকে ট্রোল।
সঙ্গম থেকে শুরু করে চুম্বনের ইঙ্গিত, বাদ পড়ল না কিছুই। নেট মহলের ট্রেন্ড দেখে মুখ খুলেছিলেন অম়ৃতা আরোরা।
তিনি জানান, একজন দ্বায়িত্বশীল নাগরিকের মতই করোনার কথা জানিয়েছেন মালাইকা।
কিন্তু তা নিয়ে এতো ট্রোল্ড কেন! যদিও এই বিষয় নিয়ে অর্জুন বা মালাইকা, কেউই মুখ খোলেননি।
বর্তমানে তাঁরা দুজনেই বাড়িতে কোয়ারেন্টাইন হয়েছেন। শরীরে নেই কোনও উপসর্গ।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।