- Home
- Entertainment
- Bollywood
- ধর্মশালায় ঘনিষ্ঠ আলিঙ্গনে মত্ত অর্জুন-মালাইকা, ক্যানডিড মুহূর্তে ধরা দিলেন বি-টাউনের হট জুটি
ধর্মশালায় ঘনিষ্ঠ আলিঙ্গনে মত্ত অর্জুন-মালাইকা, ক্যানডিড মুহূর্তে ধরা দিলেন বি-টাউনের হট জুটি
- FB
- TW
- Linkdin
ধর্মশালায় গিয়ে অর্জুনের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। একটি টুম্ব স্টোনের সামনে দাঁড়িয়ে তাঁরা।
সবুজ রঙের পোশাকে মালাইকা, অন্যদিকে কালো প্যান্ট এবং ধূসর সোয়েটার অর্জুন।
একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ আলিঙ্গনে ক্যানডিড মুহূর্তে ধরা দিয়েছেন তাঁরা। এই দেখে নেটিজেনদের ভিড় মালাইকার পোস্টে।
সম্প্রতি এই ধর্মাশালায় ভ্রমণের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন তাঁরা। করোনা আবহে সাংঘাতিক ভুল করে বসেছিলেন বলিউডের এই তারকারা।
যার কারণে নেটিজেনদের কুমন্তব্যের শিকার হয়েছিলেন করিনা, সইফ, মালাইকা, অর্জুন। মাস্ক না পরেই নির্বিকার ঘুরে বেড়াচ্ছিলেন পাহাড়ে।
হিমাচল প্রদেশের ধর্মশালায় গিয়েছিলেন তাঁরা। সেখানে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনই তাঁদের ভিডিও করে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
ভাইরাল হওয়ার কারণ শুধু একঝাঁক তারকা নয়। ভাইরাল হয়েছেন মাস্ক না পরেই ঘুরে বেড়ানোর জন্য। এমনকি ছোট্ট তৈমুরও বিনা মাস্কে সইফের হাত ধরে হেঁটে চলেছে।
এই দেখেই বেজায় চটেছে ভক্তরাও। তৈমুর এখন ছোট, করিনাও অন্তঃসত্ত্বা। এমন অবস্থায় মাস্ক ছাড়া ঘোরা বিপদ।