Top Notch স্তনযুগল থেকে নিতম্ব, পাপারাৎজিদের নজর কাড়ল মালাইকার জিম লুক
First Published Jan 15, 2021, 2:12 PM IST
মেনস্ট্রিম নায়িকাদের মধ্যে পড়েন না মালাইকা আরোরা। বছরের পর বছত বলিউডে আইটেম নম্বর করেও অভিনয়ের জগতে পা রাখার বিন্দুমাত্র চেষ্টাও তিনি করেননি। তবুও সর্বদা সংবাদ শিরোনামে থেকেছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে হোক বা তাঁর গ্ল্যামার নিয়ে, সংবাদ শিরোনামে সর্বদা বিরাজমান মালাইকার নাম। আরবাজের সঙ্গে বিবাহবিচ্ছেদ তারপরই অর্জুন কাপুরের সঙ্গে লিভ ইন, তাঁকে নিয়ে বিনোদন মহলে উত্তেজনা টানটান। সেই উত্তেজনাকে বজায় রাখতেই নিজের হটনেস নিয়ে প্রকাশ্যে মালাইকা।

জিম লুককে জনপ্রিয় করার পিছনে কেবল করিনা কাপুরের অবদানই নয়, রয়েছে মালাইকারও অবদান।

জিম লুককে কীভাবে ট্রেন্ডি বানাতে হয়, তা শেখা উচিত মালাইকার থেকে।

বয়স পঞ্চাশের দোরগোড়ায় কড়া নাড়লেও মালাইকার ৩৬-২৪-৩৬ এর মত চেহারাকে নজরান্দাজ করা মুশকিল।

সাদা কালো জিমের পোশাকে ঠিকরে পড়ছে মালাইকার হটনেস। এই পোশাকে তাঁর স্তনযুগলেই গিয়েছে সকলের নজর।

কেবল স্তনযুগলই নয়, পারফেক্টের শেপের নিতম্বও চোখ এড়ায়নি নেটিজেনদের।

পাপারাৎজিদের কাছে মালাইকাকে ক্যামেরায় ক্যাপচার করা যেন ট্রিট টু দ্য আইজ।

এমন পারফেক্ট ফিগারের দর্শন পেতে কে না চায়। মালাইকাও জানেন, সকলের ডিমান্ড।

চাহিদা অনুযায়ী তেমন পোশাক পরে জনসমক্ষে আসেন তিনি। জিমে হোক বা কোনও পার্টিতে, তাঁর হটনেস চারদিকেই সমান।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?