ভয়াবহ অভিজ্ঞতা, সব শেষ হয়ে যাওয়ার ভয়, রাতারাতি কী এমন ঘটে মালাইকার জীবনে
- FB
- TW
- Linkdin
মালাইকা আরোরা মানে পর্দায় এক উষ্ণ আবেদন। যার হটনেসে ঘাম ছুটে যায় ভক্তদের। সেই সেলেবের জীবন লুকিয়ে নানা অজানা কাহিনি।
চল ছাইয়া ছাইয়া গানের তালে কিং খানের সঙ্গে নেচে বলিউডের নজর কেড়েছিলেন এই হট স্টার। সেই নাচ ছিল মালাইকার পরিচিতি।
এক সাক্ষাৎকারে মালাইকার জানান, তার অভিনয় ও বলিউডের টিকে থাকার পেছনে মূল মেরুদন্ড হয়েছিল তার ডান্স ফর্ম।
রীতিমতো গর্ববোধ করতেন মালাইকা তার এই গুণ নিয়ে। কিন্তু একদিন ভেঙে যায় স্বপ্ন। হঠাৎই ফ্লোরে পড়ে যান মালাইকা।
পায় পেয়েছিলেন গুরুতর চোট। এরপরে সফরটা কিভাবে কাটবে ভেবে পাচ্ছিলেন না তিনি। তখনই নিয়েছিলেন জীবনের নয়া মোড়।
সেভাবে প্রফেশনালি নাচ আর তিনি করবেন না। বরং রাতারাতি শরীরচর্চায় নজর দেন তিনি। সেই থেকে শুরু।
বর্তমানে মালাইকা ফিটনেস ফান্ডার গুরু বলে চলে। যার পথ চলাতে প্রতিপদে নয়া মোড় ধরা দেয় ফটো ফ্রেমে।
ফিটনেস থেকে শুরু করে হট ফিগার, বোল্ড নেসে কি করে ঝড় তুলতে হয় তা দেখিয়ে দিয়েছিলেন তিনি।
তবে আজ ফিকে হয়ে যায়নি সেই স্বপ্ন ভাঙার ভয়াবহ দিন। ক্যারিয়ার গ্রাফ নিয়ে কথা বলতে গেলেই মালাইকার মুখে উঠে আসে এই ডিপ্রেশন পর্ব।
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।