ভরামাসে বাড়ি ছাড়তে বাধ্য হলেন করিনা, সইফ-তৈমুরকে নিয়ে কোথায় চললেন বেবো
First Published Jan 13, 2021, 5:22 PM IST
ভরামাসে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন করিনা কাপুর খান। পটৌডি বেগমকে কখনও পার্টিতে তো কখনও গার্লস নাইট আউট আবার কখনও নতুন বছরের জলসায় দেখা যায়। দ্বিতীয়বার মা হতে চলেছেন। বেবি বাম্প নিয়ে ফ্যাশানেবল মাম্মির তকমাও পেয়েছেন বহুবার তিনি। এখনও অবশ্য সেই জায়গায় তিনি অনড়। গর্ভাবস্থায় নানা ম্যাটারনিটি ফ্যাশনকেই তুলে ধরছেন তিনি। পার্টি, নাইট আউটের মাঝে এখন তিনি আরও এক বিষয় নিয়ে বেশ ব্যস্ত।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন