লকডাউনে অনুষ্কার একগুচ্ছ সেরা ছবি, কোথায় দেখতে পাবেন, রইল হদিশ
- FB
- TW
- Linkdin
রব নে বানা দি জোড়ি- এই ছবিতেই বলিউডে ডেবিউ করেছিলেন অনুষ্কা শর্মা। বলিউডের বাদশা শাহরুখ খানের বিপরীতে তার অভিনয় নজর কেড়েছিল। তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ছবিটি আমাজন প্রাইমে দেখা যাবে।
সুলতান- সলমনের বিপরীতে ছবিতে নজর কেড়েছিলেন অনুষ্কা। অ্যামাজন প্রাইম ভিডিওতে ছবিটি দেখা যাবে।
পরী- বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা অভিনীত অন্যতম হরর ছবি 'পরী'। ছবিতে অনুষ্কার অভিনয় দারুণ নজর কেড়েছিল। ছবিতে অনুষ্কার বিপরীতে পরমব্রত চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীকে দেখা গেছে। ছবিটি অ্যামাজন প্রাইমে দেখা যাবে।
সুই ধাগা- একদম সাদামাটা ছাপোষা লুকে এই ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা গেছে অনুষ্কাকে। ছবিটি বক্স অফিস হিটও করেছিল। আমাজন প্রাইম ভিডিওতে ছবিটি দেখা যাবে।
ফিল্লাউরি- অনুষ্কা অভিনীত ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও ছবিটি বেশ মজাদার। ছবিটি ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে।
ব্যান্ড বাজা বরাত- এই ছবিটিও সুপারহিটের তকমা পেয়েছিল। এবং এই ছবির পর থেকেই রণবীর সিং-এর প্রেমে পড়েছিলেন অনুষ্কা। ছবিটি আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে।
এনএইচ১০- এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন। হলিউড থেকে অনুপ্রেরণা নিয়েই তৈরি হয়েছিল এই ছবি। ছবিটি জি-ফাইভে দেখতে পারবেন।