- Home
- Entertainment
- Bollywood
- সুশান্তের মৃত্যুর দিন তাঁর বাড়িতে কে এই রহস্যময়ী নারী, তাড়াহুড়োতে কোথায় পালালেন তিনি
সুশান্তের মৃত্যুর দিন তাঁর বাড়িতে কে এই রহস্যময়ী নারী, তাড়াহুড়োতে কোথায় পালালেন তিনি
- FB
- TW
- Linkdin
এবার সুশান্তের মৃত্যুর দিনের একটি ভাইরাল ভিডিও এল প্রকাশ্যে। সেখানে এক মহিলাকে দেখা যায়। যার পরিচিয় এখনও প্রকাশ্যে আসেনি।
অফওয়াইট রঙের প্যান্ট এবং নীল সাদা স্ট্রাইপড হাতকাটা টপে দেখা যায় সেই মহিলাকে।
সুশান্তের মৃত্যুর ঠিক পরপরই তাঁকে সুশান্তের বাড়িতে ঢুকতে দেখা যায়। যেখানে সেই সম কড়া পাহাড়াদারীতে ছিল মুম্বই পুলিশ, সেখানেই পুলিশের অনুমতি নিয়ে ঢুকে পড়লেন সেই মহিলা।
মাস্ক পরা অবস্থাতেই দেখা গিয়েছে তাঁকে। যার জেরেই তাঁকে চেনা দায় হয়ে উঠেছে। একটি কালো শার্ট পরা ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে।
সেই ব্যক্তির পরিচয় পরবর্তীকালে পাওয়া যায়। তিনি ছিলেন সুশান্তের ম্যানেজার। ব্যক্তিটির পরচিয় পাওয়া গেলেও এখন এই রহস্যময়ী নারীর পরিচয়ের খোঁজ করছে পুলিশ।
১৪ জুন, সেই মহিলা, ম্যানেজারের সঙ্গে কথা বলে তাড়াহুড়োতে সেখান থেকে বেরিয়ে যান। তারপর আর একদিনও তার সাক্ষাৎ মেলেনি।
সুশান্তের পরিবারের আইনজীবী এই মহিলার পরিচয় খুঁজে বের করার দাবি করেন। সেই কালো ব্যাগেরও খোঁজ করার দাবি জানিয়েছেন তিনি।
তিনি বলেন, "সুশান্তের মৃত্যুর দিন একজন একটা জিনিস নিয়ে সকলের চোখের আড়াল থেকে বেরিয়ে যেতে চাইলেন। বিষয়টি অবশ্যই সন্দেহজনক।"
"এবং একজন মহিলা এলেন, পুলিশের নজরদারীর মাঝেই কমপ্লেক্সে ঢুকে পড়লেন কীকরে। এবং তাকে আর দেখাই গেল না পরে। এই মহিলাকে খুঁজে বের করা উচিত।"
নেটিজেনের অনুমান অনুযায়ী, এই ব্যক্তি রিয়া চক্রবর্তীর ভাই সৌভিকের প্রেমিকা জামিলাও হতে পারেন। সুশান্তের মৃত্যুর পর জামিলা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করে দিয়েছেন।