বলিউডে করে টক্করে সামিল ঐশ্বর্য অভিষেক, সম্পত্তির দৌড়ে এগিয়ে গিয়ে কে
- FB
- TW
- Linkdin
বিয়ের পর অভিষেক বচ্চনের ভাগ্যে সেই একই সমালোচনার ঝড় ওঠে। স্ত্রী যার ঐশ্বর্য, তা কিছু প্রশ্নের মুখে পড়তে হয়।
বাড়ে বাড়ে নিজের অভিনয় দক্ষতা কে প্রমাণ করেছেন অভিষেক বচ্চন, যদিও বাবা ও স্ত্রীর পরিচয় পেছনেই রয়ে গিয়েছে তার নাম।
মুখে প্রকাশ্যেই কথা স্বীকার না করলেও অভিষেক বচ্চনের কেরিয়ার গ্রাফ লিখলেন তা স্পষ্ট।
তার থেকে অনেক বেশি ছবিতে অভিনয় করেছেন ঐশ্বর্য। তবে কি সম্পত্তির পরিমাণ পিছিয়ে রয়েছেন তিনি।
বলিউডি জুটি কার পকেটে কত কোটি, কি কাকে টিক্কা দিয়ে সম্পত্তিতে বাজিমাত করছেন বচ্চন পরিবারে।
অভিষেক বচ্চন এর মোট সম্পত্তির পরিমাণ 200 কোটি টাকা। সঙ্গে রয়েছে তার টিম দামি গাড়ি।
বছরে অভিষেক বচ্চনের আয় কুড়ি কোটি টাকার কাছাকাছি। এই বিষয় বর্তমানে এগিয়ে তিন্নি।
বর্তমানে সেভাবে ছবি করছেন না এখন ঐশ্বর্য। তার আয় বছরে দাঁড়িয়েছে 15 কোটি টাকা।
সম্পত্তির পরিমাণ 258 কোটি টাকা ঐশ্বর্য রাই বচ্চনের। পাশাপাশি রয়েছে তার নামে একটি ফ্ল্যাট দামি আংটি ও গাড়ি।
ফলে বোঝাই যায়, সম্পত্তির নিরিখেও অভিষেক বচ্চন বেশ কিছুটা পিছিয়ে গেলেন। এই খাতেও তাকে বেশ কয়েক গোলে হারিয়ে দিলেন ঐশ্বর্য।